নেহরুর প্রতি গেরুয়া রাজনাথের শ্রদ্ধার্ঘ্য নেপথ্যে কি কোনও তাৎপর্যপূর্ণ অঙ্ক?

Must read

প্রতিবেদন: দেরিতে বোধদয়, নাকি ভোট হাতানোর গেরুয়া কৌশল? ঝড়খণ্ড-মহারাষ্ট্রের ভোটারদের মনজয় করতেই কি বিজেপির এই আচমকা ভোলবদল, নাকি ওয়াকফ সংশোধনী নিয়ে লেজে গোবরে হয়ে সামনে সংসদের শীতকালীন অধিবেশনে নিজেদের দুর্বলতা ঢাকতে আগাম কৌশলী পদক্ষেপ? বৃস্পতিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহওরলাল নেহেরুর ১৩৫ তম জন্মবার্ষিকী পালিত হল দিল্লিতে, সংসদ ভবনে৷ এই উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বৃহস্পতিবার পন্ডিত নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, রাজীব শুক্লা প্রমুখ৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত দু তিন বছরে কোনও কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপি নেতাকে দেখা যায়নি এভাবে বিরোধী মতাদর্শের কোনও প্রয়াত নেতাকে সম্মান জানাতে৷ স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে বিস্ময় জেগেছে এই নিয়ে। অনেকই অবাক প্রতিরক্ষামন্ত্রীকে দেখে। কংগ্রেস এবং তৃণমূল ছাড়া বিরোধী শিবিরের অন্য কোনও দলের প্রতিনিধিকে অবশ্য এদিন সংসদ ভবনের অনুষ্ঠানে দেখা যায়নি৷ তৃণমূলের মতে, কেন্দ্রীয় সরকারের তরফে এদিন যেভাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এসে পন্ডিত নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করেছেন, তা খুবই ইঙ্গিতবাহী৷ সাম্প্রতিককালে এমন নজির বেশি নেই যেখানে সংসদে উপস্থিত হয়ে সরকারের তরফে শ্রদ্ধা জানানো হচ্ছে কোনও হেভিওয়েট বিরোধী আদর্শের নেতার প্রতি৷

আরও পড়ুন: যোগীরাজ্যে ভুল চিকিৎসার খেসারত, দৃষ্টি হারাল নাবালক

Latest article