নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: পেগাসাস নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে বুধবার রাজ্যসভায় সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদ। এবার উল্টে তাঁদের বিরুদ্ধেই দুর্ব্যবহার ও শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন লোকসভার এক মহিলা নিরাপত্তাকর্মী চন্দ্রকলা। তাৎপর্যপূর্ণ বিষয় হল বুধবার অভিযোগ না তুলে বৃহস্পতিবার এই বিষয়ে হইচই শুরু করে সরকারপক্ষ। এদিন অধিবেশন শেষ হওয়ার পরেও রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদদের ঢুকতে না দেওয়ায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলীয় সাংসদ অর্পিতা ঘোষ। এই ইস্যুকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ায় কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির।
আরও পড়ুন-দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু এত বাড়ছে কেন? কেন্দ্রের কাছে প্রশ্ন অভিষেকের
ঠিক কী হয়েছিল তার বিস্তারিত বিবরণ দিয়ে বৃহস্পতিবার একটি ট্যুইট করেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। একটি ভিডিও তুলে ধরে ডেরেক লিখেছেন, সকাল ১১টা নাগাদ পেগাসাস কাণ্ডে আলোচনা করতে নিমরাজি হয় সরকার। ৩০ জন বিরোধী সাংসদ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। সকালে ১১টা ১৩ মিনিট নাগাদ শুধুমাত্র প্ল্যাকার্ড হাতে থাকার কারণে বরখাস্ত করা হয় ৬ সাংসদকে। এরপর দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ সেদিনের মতো অধিবেশন মুলতুবি হওয়ার পরেই তিন তৃণমূল সাংসদকে সংসদ কক্ষে ঢুকতে দিতে একজন পুরুষ মার্শাল বাধা দেন।
আরও পড়ুন-লাল থেকে কমলা তালিকায় ঠাঁই, অবশেষে ব্রিটেনে প্রবেশের অনুমতি পেলেন ভারতীয়রা
গোটা ঘটনা তুলে ধরে ডেরেকের প্রশ্ন, এটা কি গণতন্ত্র চলছে? রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেন, যে সময় ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তখনই কেন অভিযোগ জানানো হল না? বোঝাই যাচ্ছে বিজেপির কোনো আইনি মাথার বুদ্ধি কাজে লাগিয়ে জলঘোলা করার চেষ্টা হচ্ছে। সদ্য শপথ নেওয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের প্রতিক্রিয়া, সাংসদ অর্পিতা ঘোষের সাথে যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা।তবে এই বিষয়ে কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে তৃণমূল কংগ্রেস সাংসদদের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছেন তা প্রশংসনীয়।
Leader of Oppn @kharge makes a powerful intervention on behalf of all Oppn supporting AITC MPs who were STOPPED from re-entering Rajya Sabha AFTER suspension was lifted. There's irrefutable video evidence.
Modi-Shah, here👇is what a UNITED OPPOSITION looks like. pic.twitter.com/aaLTYE5rtP
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 5, 2021