জঙ্গি হানার মাস্টারমাইন্ড শীর্ষ লস্কর কমান্ডার সইফুল্লা কসুরি?

এই হত্যাকাণ্ড চালাতে জঙ্গিরা একে ৪৭র সাহায্য নিয়েছিল। বহু আহতদের পরিবারের অভিযোগ জঙ্গিদের হাতে ছিল অটোমেটেড বন্দুক।

Must read

পহেলগাঁওতে (Pahalgam) জঙ্গি হানা ঘিরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে সইফুল্লা কসুরির নাম। জানা যাচ্ছে উপত্যকায় এই জঙ্গি তাবড় লস্কর কমান্ডার হিসাবে বেশ পরিচিত। পহেলগাঁওতে ‘দ্য রেসিসট্যান্স ফ্রন্ট’ জঙ্গি হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে। এই সংগঠন লস্করের ছায়ায় কাশ্মীরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। সইফুল্লা হল, লস্করের তাবড় কমান্ডার।

আরও পড়ুন-পহেলগাঁওয়ে স্ত্রী-সন্তানদের সামনে জঙ্গিদের গুলিতে মৃত্যু পুরুলিয়ার বাসিন্দার

পহেলগাঁও হামলায় ৫ থেকে ৬ জন জঙ্গি ছিল। ইতিমধ্যেই একজন জঙ্গির ছবি প্রকাশ্যে আসছে। যে পাঁচ থেকে ছয় জঙ্গি পর্যটকদের ওপর হামলা চালিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ জঙ্গিই সীমান্ত পার করে এসেছে। হাফিজ সইদ ঘনিষ্ঠ জঙ্গি সইফুল্লা কসুরি ভারতের বুকে এই হামলার ছক কষেছে। এছাড়াও তার সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে আরও দুই জঙ্গি যোগ দিয়েছিল। এপ্রিলের শুরু থেকেই রেইকি শুরু করে জঙ্গিরা। ভূস্বর্গে এখনও ৭০র মতো বিদেশি জঙ্গি রয়েছে। অনুপ্রবেশ রোধে ব্যবস্থা থাকলেও বহু জঙ্গি ভারতের সীমানায় ঢুকে গা ঢাকা দিয়েছে।

এই হত্যাকাণ্ড চালাতে জঙ্গিরা একে ৪৭র সাহায্য নিয়েছিল। বহু আহতদের পরিবারের অভিযোগ জঙ্গিদের হাতে ছিল অটোমেটেড বন্দুক। এই ক্ষেত্রেই বার বার প্রশ্ন উঠছে, কাশ্মীরের বুকে এই অস্ত্র জঙ্গিদের হাতে কীভাবে আসছে? তাহলে ৩৭০ ধারা তুলে কতটা নিরাপদ হল কাশ্মীর? সইফুল্লা কসুরি এখন কোথায়? সবমিলিয়ে এই মুহূর্তে ভূস্বর্গ যে নরকে পরিণত হয়েছে সেই বিষয়ে সন্দেহ নেই।

 

Latest article