ফলপ্রকাশ আইএসসি-র

Must read

আজ ২৪ জুলাই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুয়ায়ী প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC 12th Result 2022)-র ক্লাস ১২-এর সেমিস্টার ২- এর ফল। বিকেল ৫টা নাগাদ কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন’ নয়াদিল্লি থেকে এই ফল প্রকাশ করেছে। পাশের হার ৯৯.৩৮%। সাফল্যের নিরিখে ছেলেদের টেক্কা দিল মেয়েরা।

দেশ-বিদেশের ১২২৮ স্কুল থেকে ৯৬ হাজার ৯৪০ জন এবার আইএসসি (ISC 12th Result 2022) পরীক্ষা দিয়েছিল। সাফল্যের হার প্রায় ৯৯.৩৮ শতাংশ। পাশের হার ছাত্রদের তুলনায় ছাত্রীদের বেশি। ছাত্রদের পাশের হার ৯৯.২৬ % ছাত্রীদের ৯৯.৫২% । অকৃতকার্য হয়েছেন ৩৮১ জন ছাত্র এবং ছাত্রীদের মধ্যে সেই সংখ্যাটা ২১৯। দেশের পাশাপাশি বাংলাতেও একই ছবি। মেয়েরা টেক্কা দিল ছেলেদের। পশ্চিমবঙ্গের মোট ২৯৯ টি স্কুল থেকে ২৭,৫৬৯ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন চলতি বছরে। ৯৯.১৫% পাশ করেছেন বলে জানা যাচ্ছে। সারা দেশে মোট ১৮ জন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। তাঁদের মধ্যে বাংলার ৬ জন পড়ুয়া রয়েছেন। রাজ্যের ছাত্রদের সাফল্য ৯৮.৯৩ শতাংশ, ছাত্রীদের মধ্যে ৯৯.৪১ শতাংশ পাশ করেছেন। রাজ্যে ১৬০ জন ছাত্র এবং ৭৫ জন ছাত্রী উত্তীর্ণ হতে পারেন নি। আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা প্রথম তিনে এই বছর আছেন ১৫৪ জন। এই বছর আইএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৬ এপ্রিল থেকে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে মস্কো, দাবি গোয়েন্দা প্রধানের

এক নজরে বাংলার ৬ পড়ুয়ার মেধা তালিকা:

আইএসসি ২০২২ : প্রকাশিত হল দ্বাদশ শ্রেণির ফলাফল

এক নজরে বাংলার মেধাতালিকা:

১) মহম্মদ আর্শ মুস্তফা ( দ্য ফ্রাঙ্ক এন্টনি পাবলিক স্কুল, কলকাতা)

২) প্রতীতি মজুমদার ( সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুল)

৩) অপূর্বা কাশিশ ( জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা)

৪) পৃথ্বীজা মন্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি)

৫) নিখিল কুমার প্রসাদ (বীরপাড়া সানসাইন স্কুল, আলিপুরদুয়ার )

৬) অভিষেক বিশ্বাস ( দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুল, উত্তর ২৪ পরগনা)

Latest article