প্রতিবেদন : হাইকোর্টে (Calcutta High Court- ISF) জোর ধাক্কা খেলেন নওশাদ সিদ্দিকি। তাঁর আবেদন সরাসরি খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একক বেঞ্চের রায় খারিজ করে দিয়ে শুক্রবার আদালত স্পষ্ট জানিয়ে দিল, ২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। ওইদিন সেখানে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করতে চেয়েছিলেন নওশাদ সিদ্দিকি। কিন্তু পুলিশ সভার অনুমতি না দেওয়ায় তিনি দ্বারস্থ হন হাইকোর্টের (Calcutta High Court- ISF)। বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয় নওশাদের দলকে। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চের সিদ্ধান্ত খারিজ করে দেয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- সাধারণতন্ত্র দিবস পর্যন্ত নির্দিষ্ট সময়ে বন্ধ বিমান পরিষেবা, জারি নির্দেশিকা