নেতাজির অনুগামী ঈশ্বরলাল সিং প্রয়াত

Must read

প্রতিবেদন : নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের মেজর ছিলেন ঈশ্বরলাল সিং (Ishwarlal Singh)। শুক্রবার সিঙ্গাপুরে প্রয়াত হলেন ৯২ বছরের ঈশ্বরলাল সিং। তাঁর পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। ১৯৪৩ সালে তিনি আইএনএ-তে যোগ দেন। ক্রমেই নেতাজির অত্যন্ত কাছের হয়ে ওঠেন তিনি। রবিবার ঈশ্বরলালের ভাইপো মনবিন্দর সিং সংবাদ সংস্থা পিটিআইকে তাঁর কাকা ঈশ্বরলাল সিংয়ের প্রয়াণের খবর জানান।

আরও পড়ুন: স্বায়ত্তশাসনের দাবিতে উত্তাল, মণিপুরে বন্ধ ইন্টারনেট পরিষেবা

ঈশ্বরলালের (Ishwarlal Singh) প্রয়াণের খবরে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করেছেন, এক অপূরণীয় ক্ষতি। নজিরবিহীন সাহস ও অধ্যবসায়ের সঙ্গে আইএনএ-র অবসরপ্রাপ্ত মেজর ঈশ্বরলাল সিং ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ২০১৯ সালের নভেম্বরে সিঙ্গাপুর সফরে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।
সিঙ্গাপুরের ভারতীয় দূতাবাসও ঈশ্বরলালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। ভারতীয় দূতাবাস ট্যুইট করেছে, ‘আইএনএ-র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ঈশ্বরলালের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার লক্ষ্যে আইএনএ গঠিত হয়। রাসবিহারী বসুর হাতে এই সেনাবাহিনীর জন্ম হলেও ১৯৪৩ সালে তিনি আইএনএ-র দায়িত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সেই সময় থেকেই এই সেনাবাহিনীর নাম হয় আজাদ হিন্দ বাহিনী। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আজাদ ও নিজের নামে বাহিনীর বিভিন্ন বিভাগের নামকরণ করেন সুভাষচন্দ্র। এই বাহিনীতেই মেজর পদে ছিলেন ঈশ্বরলাল।’

Latest article