এবার হাউস্টনে (Houston) প্রস্তাবিত রথযাত্রা বাতিল করার সিদ্ধান্ত জানাল ইসকন (Iskcon)। পুরীর সাবেক রাজা একাধিকবার ইসকনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ৯ই নভেম্বর বস্টনে রথযাত্রা ছিল ইসকনের। সেটা বাতিল করা হল। ইসকন কোনভাবেই ওড়িয়া ভাবাবেগে আঘাত করতে চায় না। তবে এই অবস্থায় ইস্কন গৌর নিতাই সংকীর্তন যাত্রার আয়োজন করা হবে। মঙ্গলবার পুরীর সাবেক রাজা গজপতি দিব্যসিংহ দেব হাউস্টনে ৯ নভেম্বরের রথযাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি মনে করেন নভেম্বর মাসে রথযাত্রা জগন্নাথ সংস্কৃতির বিরোধী।
আরও পড়ুন-যোগীরাজ্যে কাঠগড়ায় পুলিশ, নাটকের আয়োজককে থুতু চাটতে বাধ্য করল পুলিশ
প্রথা বলছে স্নানযাত্রা আর রথযাত্রা ছাড়া বিগ্রহকে বের করা হয় না মন্দির থেকে। ইসকন ভুবনেশ্বরের একজন প্রতিনিধি তুকারাম দাস পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে সংস্থাটি রথযাত্রার পরিবর্তে ৯ই নভেম্বর হিউস্টনে একটি গৌর নিতাই সংকীর্তন যাত্রা করবে। ক্যালেন্ডারের বাইরে রথ উৎসব আয়োজনের ইসকনের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। পুরীর মন্দিরের প্রধান রক্ষক হিসাবে, গজপতি মহারাজা উত্সবের ঐতিহ্যগত সময়সূচীকে সম্মান করার জন্য দীর্ঘকাল ধরে প্রতিবাদ করছিলেন। ইসকনের গভর্নিং কাউন্সিল ভারতের মধ্যে নির্ধারিত তারিখে রথযাত্রা আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে একদিনের রথযাত্রাগুলি ভারতের বাইরে বিকল্প তারিখে নির্ধারিত হয় যা জগন্নাথ ভক্তদের এবং মন্দিরের ঐতিহ্যের রক্ষকদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।