আইএসএল জট কাটতে পারে শুক্রবার

Must read

নয়াদিল্লি, ১৮ অগাস্ট : অবশেষে কিছুটা স্বস্তি। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে দুপুর দুটোয় উঠবে এআইএফএফ মামলা। সেদিনই সম্ভবত এবারের আইএসএল (ISL) হবে কি না, সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।
রবিবার ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানিয়েছিলেন, আমরা আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করে সোমবারই সুপ্রিম কোর্টে মামলাটি নথিভুক্ত করতে চাইছি। সেই মতো এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টে মামলা নথিভুক্ত করা হলে, শুক্রবার শুনানি হবে বলে জানান বিচারপতি।
দেশের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল (ISL) কি এবার আয়োজিত হবে? প্রশ্নের উত্তর ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এআইএফএফ-এর সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নবীকরণ আটকে থাকায় ক্ষুব্ধ ১১ ক্লাবের জোট গত শনিবার ফেডারেশনকে চিঠি দিয়ে সতর্ক করেছে। আইএসএল নিয়ে অচলাবস্থায় পাকাপাকিভাবে ক্লাব বন্ধের হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে সই করেনি শুধু মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কয়েকদিন আগেই ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিল ফেডারেশন। সেখানে আইনজীবীদের পরামর্শও নেওয়া হয়। সেইমতো সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্টে এআইএফএফ মামলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। যাতে দ্রুত আইএসএলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়।

আরও পড়ুন-বিশ্বকাপের পরেই বিয়ে রোনাল্ডোর

কিন্তু ক্লাব জোটের প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা না করে কেন আগেই বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ আদালতের নজরে আনা হল না? চিঠিতে লেখা হয়েছে, গত ১১ বছরে দেশে শুধু যুব ফুটবল এবং পরিকাঠামো উন্নয়নেই প্রচুর অর্থ বিনিয়োগ করেছে ক্লাবগুলি। এখন সব কিছুই ভেঙে পড়ার মুখে। আইএসএল নিয়ে অনিশ্চয়তা এখনও না কাটায় বেশ কয়েকটি ক্লাব সম্পূর্ণ বন্ধ হওয়ার সম্ভাবনার মুখে দাঁড়িয়ে।

Latest article