প্রতিবেদন : সবকিছু ঠিক থাকলে, আগামী মরশুম থেকেই নতুন চেহারায় দেখা যাবে আইএসএলকে (ISL)। প্রতিযোগিতা আরও তীব্র করার জন্য এবং আরও জনপ্রিয় করে তোলার জন্যই দেশের সর্বোচ্চ ফুটবল লিগের নিয়মে বেশ কিছু বদল হচ্ছে।
এতদিন লিগ পর্বের সেরা চারটি দল (পয়েন্টের বিচারে) সেমিফাইনাল বা নক আউট পর্বে খেলার সুযোগ পেত। তবে নতুন নিয়মে লিগের প্রথম ছ’টি দলকে নিয়ে হবে প্লে-অফ রাউন্ড। এই নিয়মে পয়েন্টের বিচারে লিগ পর্বের শীর্ষে থাকা প্রথম দুটি দল সরাসরি প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে। এছাড়া লিগ টেবিলের তিন ও ছয়ে থাকা দল এবং চার ও পাঁচে থাকা দল, পরস্পরের মুখোমুখি হবে। যে দুটি দল জিতবে, তারাও প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে।
আরও পড়ুন: শ্রেষ্ঠ শিরোপা পেলেন সাঁওতালি অভিনেত্রী
আরও কিছু নিয়মে পরিবর্তন করার কথা আয়োজকরা গুরুত্ব দিয়ে ভাবছেন। যেমন লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। প্লে-অফের প্রতিটি ম্যাচই অবশ্য হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৮টি দল নিয়ে শুরু হয়েছিল আইএসএল (ISL)। এখন দলের সংখ্যা বেড়ে হয়েছে ১১। অদূর ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে চলেছে। এছাড়া দু’বছর পর থেকেই আইএসএলে শুরু হয়ে যাবে অবনমন পদ্ধতি।