প্রতিবেদন : আইএসএল (ISL) শুরুর দিন ঘোষণা হয়ে গিয়েছে। লিগের সম্প্রচার স্বত্ত্বের জন্য টেন্ডার প্রকাশও করেছে এআইএফএফ। লিগ পরিচালনার জন্য গভর্নিং কাউন্সিল ও ম্যানেজিং কমিটি গঠনে ক্লাবগুলির আপত্তির জায়গাগুলিও মেনে নিয়েছে ফেডারেশন। কিন্তু আইএসএলের (ISL) সূচি তৈরিতে সেই বিলম্ব। কারণ, একাধিক ক্লাবের হোম ভেনু চূড়ান্ত নয়।
ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ক্লাবগুলি এবং এআইএফএফ-এর ওয়ার্কিং গ্রুপ একটা খসড়া সূচি তৈরি করে। শুরুতে সেই খসড়া সূচিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দিয়ে ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরুর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দুই প্রধান তাতে সম্মতি দেয়নি বলেই খবর। বাকি দলগুলির সূচি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে মাঠ সমস্যা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কাছে ফেডারেশনের কাছে এদিন জানতে চাওয়া হয়, যুবভারতীই তাদের চূড়ান্ত হোম ভেনু কি না! দুই প্রধান আগেই তাদের হোম গ্রাউন্ড হিসেবে যুবভারতীর নাম পাঠিয়ে দিয়েছিল। তবে মঙ্গলবার সম্ভবত ফেডারেশনের তরফে লিগের গভর্ন্যান্স চার্টার পাওয়ার পরই সূচি চূড়ান্ত করার উদ্যোগ নেবে ফেডারেশন ও ক্লাব জোট।
আরও পড়ুন-নেতা রবি, অসমে প্রস্তুতি শুরু বাংলার
নর্থইস্ট ইউনাইটেড, চেন্নাইয়িন এফসি, কেরল ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, দিল্লির ভেনু সমস্যা রয়েছে। চেন্নাইয়িন নাকি ফেডারেশনকে জানিয়েছে, তারা হোম ম্যাচের জন্য মাঠ পাবে মার্চের প্রথম সপ্তাহের পর। ১৫ মার্চের আগে গুয়াহাটিতে তাদের হোম ম্যাচ খেলতে পারবে না নর্থইস্ট। একইভাবে কেরলেরও মাঠ সমস্যা রয়েছে। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠকে খেলার উপযোগী করতে কিছুটা সময় লাগবে। বিকল্প হিসেবে কোঝিকোড় এবং মালাপ্পুরমের দু’টি মাঠ তাদের বিকল্প হতে পারে। তবে তা চূড়ান্ত নয়। দিল্লি ও পাঞ্জাবও তাদের হোম গ্রাউন্ড নিয়মিত পাবে না। ফলে সূচি তৈরিতে জটিলতা।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…