প্রতিবেদন : অপেক্ষার অবসান। অবশেষে জট কাটিয়ে আইএসএল শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ১৪টি ক্লাবকে নিয়ে সিঙ্গল লেগে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে দেশের শীর্ষ লিগ। মোট ৯১টি ম্যাচ হবে। জানিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। কিন্তু ফরম্যাট এখনও চূড়ান্ত নয়। লিগের গভর্নিং কাউন্সিল গড়া হলেই ফরম্যাট ঠিক হবে। গোয়া, চেন্নাই, ওড়িশা ও চেন্নাই বুধবার পর্যন্ত সময় চেয়েছে লিগে অংশগ্রহণ নিয়ে। তবে এবার লিগে অবনমন থাকছে না। সুপ্রিম কোর্টকে অবশ্য এবারের মতো অবনমনে ছাড়ের বিষয়টি জানাতে হবে ফেডারেশনকে। তবে আই লিগ এবার ছোট হবে। ৫৫ ম্যাচের।
আরও পড়ুন-তারাপীঠের মন্দিরে গিয়ে পুজো দিলেন অভিষেক
ক্লাবগুলির দীর্ঘমেয়াদি রোডম্যাপের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। তবে তাতে আর্থিক সমস্যা পুরোপুরি মেটার নিশ্চয়তা নেই। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ম্যাচগুলি হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। তারপর নক আউট। প্রত্যেক ক্লাবকে কিছু হোম এবং কিছু অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। ক্লাবগুলিকেই ঠিক করতে হবে, কোন ম্যাচ তারা ঘরের মাঠে খেলবে এবং কোন ম্যাচ তারা বাইরে খেলবে। এই ব্যাপারে ক্লাবগুলির আর্থিক শক্তি এবং সুযোগ-সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে। এদিন ক্লাবগুলিকে এই প্রস্তাব কার্যত মেনে নিতে বাধ্য করা হয়েছে।
কিছু বিষয় এবং প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল ক্লাবগুলি। কিন্তু ক্রীড়ামন্ত্রী তাদের পরিষ্কার জানিয়ে দেন, এখনই সিদ্ধান্ত নিতে হবে। হাতে আর সময় নেই। তবে ক্রীড়ামন্ত্রী ক্লাবগুলিকে জানিয়েছেন, তাদের সুবিধা অনুযায়ী যেখানে কম খরচে ম্যাচ আয়োজন করা সম্ভব, সেখানেই তারা খেলতে পারে। বিকেলে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে লিগ আয়োজনের খরচ ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে ৯ কোটি ৭৮ লক্ষ টাকা দেবে ফেডারেশন। বাকি টাকা দেবে ক্লাবগুলি। অংশগ্রহণ ফি বাবদ ক্লাবগুলি ১ কোটি টাকার বেশিই দিতে সম্মত হয়েছে। হোম ম্যাচ ক্লাবেরাই নিজেদের খরচে আয়োজন করবে।
আরও পড়ুন-আগামী দুদিন শৈত্যপ্রবাহ, সতর্কবার্তা রাজ্যের দুই জেলাকে
লিগের বাণিজ্যিক পার্টনার ও সম্প্রচার স্বত্ব ঠিক করার জন্য টেন্ডারে কিছু শর্ত শিথিল করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি নতুন করে টেন্ডার ডাকা হবে। ২৫ জানুয়ারি টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করা হবে ৩১ জানুয়ারি। দীর্ঘমেয়াদি রোডম্যাপে বাণিজ্যিক পার্টনারের জন্য টেন্ডার ডাকা হবে ২০ মার্চ।

