পাকিস্তানে লাইনচ্যুত ইসলামাবাদ এক্সপ্রেস, আহত ৩০

দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবা বিভাগ, প্যারামেডিক্সের দল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ সঙ্কটজনক।

Must read

শুক্রবার সন্ধেয় লাহৌরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় ইসলামাবাদ এক্সপ্রেস (Islamabad Express)। লাইনচ্যুত হয়ে যায় ইসলামাবাদ এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। কমপক্ষে দশটি কামরা বেলাইন হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার সময় ট্রেনের গতি এত বেশি ছিল যে, লাইনচ্যুত হওয়ার পরেও প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে থামে ওই কয়েকটি কামরা। এই দুর্ঘটনায় আনুমানিক ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।

আরও পড়ুন-মানিকতলা মেন রোডের উপর বাড়ি ভেঙে আহত ২ শিশু

লাহৌর থেকে রাওয়ালপিণ্ডি যাচ্ছিল ট্রেনটি। সেই সময় লাহৌর থেকে ৫০ কিলোমিটার দূরে, শেখুপুরার কাছে কালা শাহ কাকুর কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবা বিভাগ, প্যারামেডিক্সের দল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ সঙ্কটজনক। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। লাহোর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার প্রায় ৩০ মিনিট পরে লাইনচ্যুত হয় বলে রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে। রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি রেলওয়ের সিইও এবং বিভাগীয় সুপারিনটেনডেন্টকে ঘটনাস্থল পরিদর্শন এবং গোটা বিষয়টি তদারকি করার নির্দেশ দিয়েছেন। এমনকি তিনি ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে জানান তিনি।

Latest article