২৫০ হামাস জঙ্গিকে খতম করে আপাতত যুদ্ধে ইতি ইজরায়েলের

সামরিক বাহিনী জানায়, খান ইউনিস ও দেইর আল-বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Must read

প্রতিবেদন: ২৫০ জনের মৃত্যুর পরে আপাতত যুদ্ধে ইতি। প্যালেস্টাইনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় শুক্রবার অভিযান শেষ করেছে ইজরায়েল। সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, মাসব্যাপী এ অভিযানে ২৫০-র বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। সেনা প্রত্যাহারের আগে পর্যন্ত খান ইউনিস ও দেইর আল-বালাহতে তাণ্ডব চালিয়েছে ইজরায়েল। গতকাল প্যালেস্টাইনের অসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত ৯ জনের দেহ উদ্ধার করে। ইজরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য, অভিযানে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৬ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় ইজরায়েলি যুদ্ধবন্দিদের মরদেহ। ইজরায়েলি বাহিনীর এক মুখপাত্র গতকাল জানিয়েছেন, দক্ষিণ গাজা থেকে যেসব প্যালেস্টাইনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তাঁরা এখন ফিরতে পারবেন। এর ফলে খান ইউনিস ও দেইর আল-বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হল।

আরও পড়ুন-খরিফ মরশুমে কৃষকদের স্বার্থরক্ষায় বিজ্ঞপ্তি জারি রাজ্যের

সামরিক বাহিনী জানায়, খান ইউনিস ও দেইর আল-বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রকের তথ্যের দাবি, গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ৪০ হাজারের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত ৯৮ হাজারের বেশি। তবে তাঁদের মধ্যে কতজন অসামরিক মানুষ আর কতজন হামাস যোদ্ধা, তা এখনও জানা যায়নি।

Latest article