যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইজরায়েল, মুখে কুলুপ নেতানিয়াহুর

ইজরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও গাজায় বন্দিমৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

Must read

প্রতিবেদন: যুদ্ধ বন্ধ করার দাবিতে নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইজরায়েলের আমজনতা। গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইজরায়েলি। গাজায় আরও ৬ বন্দির নিহত হওয়ার ঘটনায় ক্ষিপ্ত ইজরায়েলিরা রাস্তায় নেমে এসে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। ইজরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও গাজায় বন্দিমৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে হাজার হাজার ইজরায়েলি রাস্তায় নেমে এসেছেন এবং গাজায় আরও ছয় বন্দিকে মৃত অবস্থায় পাওয়ার পর ইজরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে। প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েলে শুরু হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রবিবার রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-ডাক্তারদের আক্রমণ করায় দলীয় প্রতিনিধিদের ওয়ার্নিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্যালেস্টাইনের হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে বাকি বন্দিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানাতে থাকেন।অনেক ইজরায়েলি তেল আভিভে রাস্তা অবরোধ করেন এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন। আল জাজিরা বলছে, গাজায় বন্দিদের পরিবারের প্রতিনিধিত্ব করে যুদ্ধবন্দি এবং নিখোঁজ পরিবারের ফোরাম। এক বিবৃতিতে তারা বলেছে, গাজায় আরও ৬ বন্দির এই মৃত্যু নেতানিয়াহুর লড়াই থামাতে এবং তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার পরিণাম।

Latest article