ইজরায়েলের হামলায় প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এবার নিহত হামাসের সামরিক গোয়েন্দা সেনার প্রধান তথা বহু হামলার মাস্টারমাইন্ড ওসামা তাবাশ (Osama Tabash)। এমনই দাবি ইজরায়েলের। ২০ মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছি ইজরায়েল। সেই হামলায় তাবাশের মৃত্যু হয়েছে বলে দাবি।
ইজরায়েলি সেনা বিবৃতি জারি করে জানিয়েছে, ওসামা (Osama Tabash) হামাস জঙ্গি গোষ্ঠীর নজরদারি এবং লক্ষ্যবস্তু ইউনিটের প্রধানও ছিলেন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত হামাসের তরফে কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন-খাদে পড়ল গাড়ি, মিরিকে মৃত দুই
দু’মাসের যুদ্ধবিরতিতে ইতি টেনে গত মঙ্গলবার থেকে গাজায় ফের হামলা শুরু করে ইজরায়েল ডিফেন্স ফোর্স। আর তাতেই আবার মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁতে চলেছে। যুদ্ধে মহিলা এবং শিশু-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনার পরেই ফের শুরু হয়েছে যুদ্ধ। সকল পণবন্দির মুক্তি এবং হামাস গোষ্ঠীকে পুরোপুরি শেষ না-করা পর্যন্ত ইজরায়েল থামবে না, এমনও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।
এদিকে হামাসের তরফে আগেই জানানো হয়েছিল, মঙ্গলবার ভোরের ইজরায়েলের বিমান হামলায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার ডিরেক্টর জেনারেল বাহজাত আবু সুলতানেরও মৃত্যু হয়েছে।