ফের রাতভর গাজায় (gaza) হামলা চালাল ইজরায়েলি সেনা। মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর শুরু হয়েছে তুমুল সংঘর্ষ। গতকাল, রবিবার রাতে দক্ষিণ গাজায় ফের বিমান হামলা চলেছে। গাজার খান ইউনুসের নাসির হাসপাতালে এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫১ জনের। মৃত্যু হয়েছে হামাসের এক শীর্ষ কমান্ডারেরও।
গাজার (gaza) খান ইউনুসের নাসির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল বারহুম। বিমান হামলার জেরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে,’আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জঙ্গি হামলা চালাতে হাসপাতালকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে হামাস জঙ্গিরা। সেনাবাহিনী তা জানতে পেরে হামলা চালিয়ে ওই জঙ্গিকে খতম করেছে।’
আরও পড়ুন-আত্মহত্যাই করেছিলেন সুশান্ত, রিয়ার বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহার
জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে চলতে থাকা সংঘর্ষে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দু’মাসের যুদ্ধবিরতিতে ইতি টেনে ফের গাজায় হামলা শুরু করে ইজরায়েল ডিফেন্স ফোর্স। আর তাতেই আবার মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁতে চলেছে। যুদ্ধে মহিলা এবং শিশু-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনার পরেই ফের শুরু হয়েছে যুদ্ধ। সকল পণবন্দির মুক্তি এবং হামাস গোষ্ঠীকে পুরোপুরি শেষ না-করা পর্যন্ত ইজরায়েল থামবে না, এমনও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।