প্রতিবেদন : ইজরায়েল ও প্যালেস্টাইন রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আক্রান্ত হতে পারে ইহুদিদের বাসভূমি। এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। আর সেই রিপোর্টকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। বন্ধু দেশের গুপ্তচর সংস্থা সতর্ক করার পরও কেন তৈরি ছিল না ইজরায়েল? মার্কিন রিপোর্টে বলা হয়, তাদের গুপ্তচর সংস্থার পক্ষ থেকে হামাসের ভয়াবহ হামলার পূর্বাভাস আগেভাগেই জো বাইডেন প্রশাসনকে জানানো হয়েছিল। ইজরায়েলে হামাস আক্রমণ চালানোর কয়েক সপ্তাহ আগেই এই সতর্কতা জারি করা হয়েছিল।
আরও পড়ুন-আরাফতের মৃত্যুর পরই ফাতাহকে টপকে যায় হামাস
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরেই আমেরিকার গুপ্তচর সংস্থা তাদের রিপোর্টে অক্টোবরের শুরুতে হামাসের হামলা নিয়ে সতর্ক করার পাশাপাশি জানায় সীমান্তের ওপার থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে তারা। এছাড়াও হামলার ঠিক একদিন আগে তারা ইজরায়েল থেকে রিপোর্ট সংগ্রহ করে জানায়, হামাসের কার্যকলাপে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে। আর তা থেকেই স্পষ্ট হয়ে যায়, দ্রুত ইজরায়েলে হামলা চালাতে পারে জঙ্গিগোষ্ঠী হামাস।
আরও পড়ুন-ইজরায়েল-প্যালেস্টাইনে যুদ্ধের দামামা, কারা এই হামাস গোষ্ঠী? কী চায়?
তবে হামাসের হামলা যে এতটা ভয়ঙ্কর হবে, তা প্রথমে আন্দাজ করতে পারেনি আমেরিকার গুপ্তচর সংস্থাও। এমনিতে গাজা ভূখণ্ড নিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করে জো বাইডেন সরকারকে আপডেট পাঠাত আমেরিকার গুপ্তচর সংস্থা। বিগত কয়েক বছর ধরেই এই কাজ করে আসছে তারা। প্রশ্ন হল, পূর্বাভাস সত্ত্বেও কেন হামাসের আক্রমণ রুখতে পারেনি তথাকথিত সামরিক শক্তিধর ইজরায়েল?