প্যালেস্তানীয় গাজা (Gaza) সিটির শুজাইয়া এলাকায় বেশ কয়েকটি ইজরায়েলি বিমান হামলায় আনুমানিক ৩৫ জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন|
আরও পড়ুন-অবতরণের পরেই তরুণ বিমানচালক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত
এই হামলাকে প্রত্যক্ষদর্শীরা ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। আহতদের চিকিৎসায় স্থানীয় হাসপাতালগুলো রীতিমত হিমশিম খাচ্ছে। ইতিমধ্যেই রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের কাছে রক্তদানের আহ্বান জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইজরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮১০ জন প্যালেস্তানী নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন আহত হয়েছেন। তবে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলেই ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েক হাজার মানুষকেও মৃত বলে গণ্য করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশি প্যালেস্তানী নিহত হয়েছেন, সেখানে বেশিরভাগই নারী ও শিশু।
আরও পড়ুন-মহাবীর জয়ন্তীতে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইজরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কিছুটা হলেও শান্তি বজায় ছিল কিন্তু হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে দিয়েছে ইজরায়েল।