ইজরায়েলি সেনা খুন করল ভারতীয় সেনার প্রাক্তন কর্মীকে, মোদিকে চিঠি প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর

ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিককে খুনের অভিযোগ উঠল ইজরায়েলি সেনার বিরুদ্ধে।

Must read

প্রতিবেদন: ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিককে খুনের অভিযোগ উঠল ইজরায়েলি সেনার বিরুদ্ধে। আর সেই অভিযোগ জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ মুস্তাফা। ওই চিঠিতে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মুস্তাফা লিখেছেন, ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকের মৃত্যু আসলে ইজরায়েলি গণহত্যার এক অংশ ছাড়া কিছুই নয়। ঠিক যেভাবে নির্বিচারে গাজার অসামরিক জনগণকে খুন করছে ইজরায়েল। ভারতের প্রাক্তন কর্নেল বৈভব অনিল কালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-নগদ ছাড়াই এবার হবে বক্সা প্রবেশ

কর্নেল কালে রাষ্ট্রসংঘের হয়ে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে কর্মরত ছিলেন। গাজার সাধারণ মানুষের উপর মানবাধিকার বিরোধী অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। মুহুর্মুহু সেই বোমাবর্ষণের জেরেই চলতি মাসে গাজায় মৃত্যু হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী বৈভবের। পাশাপাশি রাষ্ট্রসংঘের ভারতীয় কর্মীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে ইজরায়েলি সেনার হানায় রাষ্ট্রসংঘের এক কর্মী মৃত্যুবরণ করেন। আহত হয়েছেন আরও এক কর্মী। কর্নেল বৈভব কালের মৃত্যুর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চেয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, আমরা ভারত সরকার এবং ভারতের জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, সমবেদনা জানাচ্ছি। ৪৬ বছর বয়সি কর্নেল বৈভব নাগপুরের বাসিন্দা। ১৯৯৮ সাল তিনি সেনায় যোগ দেন। ১১ নং জম্মু এবং কাশ্মীর রাইফেলসে অন্যতম সদস্য ছিলেন। একসময় সিয়াচেনে কঠিন প্রাকৃতিক পরিবেশে সীমান্তরক্ষার দায়িত্বে ছিলেন তিনি। পরে অবসরগ্রহণের পর রাষ্ট্রসংঘের ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যোগ দেন। পশ্চিম এশিয়ার রক্তক্ষয়ী সংঘাতে পড়ে প্রাণ গেল তাঁর।

Latest article