হামাসকে খতম করতে জল ঢুকিয়ে সুড়ঙ্গে হানা, ইজরায়েলের নয়া কৌশল

হামাসকে নির্মূল করতে এবার সুড়ঙ্গে অভিযান শুরু করল নেতানিয়াহুর দেশ। ইজরায়েল প্রথম থেকেই দাবি করে আসছে, গাজার নীচে সুড়ঙ্গ থেকে লড়াই চালাচ্ছে হামাস

Must read

প্রতিবেদন : হামাসকে (Hamas) নির্মূল করতে এবার সুড়ঙ্গে অভিযান শুরু করল নেতানিয়াহুর দেশ। ইজরায়েল প্রথম থেকেই দাবি করে আসছে, গাজার নীচে সুড়ঙ্গ থেকে লড়াই চালাচ্ছে হামাস। স্থলপথে গাজায় ঢোকার পর ইজরায়েল বাহিনীর প্রথম লক্ষ্য ছিল ওই সুড়ঙ্গগুলিকে ধ্বংস করা। গোটা গাজায় হামাসের সুড়ঙ্গের জাল বিস্তৃত। সেখানেই রয়েছে তাদের অস্ত্রভাণ্ডার। হামাসকে দুর্বল করতে এই সাপ্লাই লাইন ধ্বংস করতে চায় ইজরায়েলি সেনা।

আরও পড়ুন-১ শতাংশের কব্জায় ৪০% সম্পদ, অর্থনৈতিক অবস্থার এটাই ছবি : ডেরেক

তবে কাজ শুরু করলেও তাতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইজরায়েলি বাহিনীকে। গাজার বৃহত্তম হাসপাতাল, স্কুল, বড় বড় আবাসনের নীচে সুড়ঙ্গ বানিয়ে সেগুলি আত্মগোপন, অস্ত্রভাণ্ডার ও কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করছে হামাস জঙ্গিরা। ফলে সুড়ঙ্গ অভিযানে অসামরিক নাগরিকদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রভূত আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-ক্যাগ রিপোর্টে কেন্দ্রের দুর্নীতি বিপাকে বিজেপি

আকাশপথ, স্থলপথে হামলা চালিয়েও যখন সুড়ঙ্গের বিস্তীর্ণ জাল ছেঁড়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তখন এবার অন্য কৌশল নিল বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন। সিদ্ধান্ত হয়েছে, গাজায় সুড়ঙ্গগুলিতে প্রবল বেগে জল ঢুকিয়ে হামাসবাহিনীকে খতম করার চেষ্টা হবে। ইতিমধ্যেই সেখানে বড় বড় পাম্প নিয়ে এসেছে ইজরায়েলের বাহিনী। আমেরিকার এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

Latest article