হ্যাকিং রুখতে নতুন প্রযুক্তির পথে ইসরো

Must read

প্রতিবেদন : আজকের দিনে প্রতিটি দেশই হ্যাকারদের তাণ্ডবে অতিষ্ঠ। টেলিযোগাযোগ ব্যবস্থা হোক বা ডিজিটাল মাধ্যম, সুযোগ পেলে সব জায়গাতেই হামলা চালাচ্ছে হ্যাকাররা। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অর্থনীতি সবক্ষেত্রেই গোপন নথিপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে পেশাদার সাইবার অপরাধীরা। এমনকী, করোনা ভ্যাকসিন তৈরির সূত্রও চুরি করার চেষ্টা চালিয়েছে চিনের হ্যাকাররা। এই প্রবণতা রুখতে এবার এমন এক টেলিযোগাযোগ ব্যবস্থা তৈরির চেষ্টা হচ্ছে যেখানে কোনওভাবেই হ্যাকাররা আড়ি পাততে পারবে না। আর এই বিশেষ ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা বাজারে আনতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)।

জানা গিয়েছে, হ্যাক প্রুফ কমিউনিকেশন বা কোয়ান্টাম কমিউনিকেশন প্রযুক্তিতে নতুন নজির তৈরি করতে চলেছে ইসরো (ISRO)। আগামী দিনে যেসব প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার মধ্যে অন্যতম কোয়ান্টাম কমিউনিকেশন। যার মাধ্যমে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থাকে হ্যাকারদের হাত থেকে সম্পূর্ণ নিরাপদে রাখা যাবে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ৩০০ মিটার দূরত্বের দুটি বাড়ি থেকে টেলিযোগাযোগ করে তাঁরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। প্রাথমিক পরীক্ষায় অনেকটাই সাফল্য মিলেছে। এক্ষেত্রে তথ্যের গ্রাহক ও তথ্যের প্রেরক দু’জনের কাছেই একটি বিশেষ ধরনের চাবি থাকবে। এই চাবি দিয়ে তথ্য আদান-প্রদানের রাস্তা তালা বন্ধ করে রাখা যাবে। গ্রাহক বা প্রেরক চাইলে তবেই সেই তালা খুলবে। গোপন সেই চাবি হ্যাকারদের পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। ফলে তারা আর হ্যাক করতে পারবে না।

আরও পড়ুন-স্বনির্ভর গোষ্ঠীদের সবলা মেলা

ইতিমধ্যেই বিজ্ঞানীরা (Scientists) জানিয়েছেন, যোগাযোগ বা তথ্য আদান-প্রদানের মাধ্যম যদি কোয়ান্টাম নির্ভর হয় তাহলে সেখানে কোনভাবেই হ্যাক করা যাবে না। ইসরোর গবেষক ও বিজ্ঞানীরা ঠিক সেই পথে হেঁটেছেন। কোয়ান্টাম নির্ভর তথ্যপ্রযুক্তির বিশেষ দিক হল ক্রিপ্টোগ্রাফি বা গোপনে তথ্য আদান-প্রদান। ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক এবং অনলাইনে জিনিস কেনা-বেচা সবেতেই দরকার গোপনীয়তা। যেখানেই গোপনীয়তার দরকার সেখানে বিশেষভাবে দরকার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি তথ্যের প্রেরক এবং তথ্যের গ্রাহক দু’জনের কাছে আগে থাকতেই মজুত থাকে চাবি। যিনি তথ্য পাঠাচ্ছেন তিনি আগেভাগেই গ্রাহককে জানিয়ে দেবেন যে, চাবি দিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। এই জানানোর পথেও আড়ি পাততে পারে হ্যাকাররা। কিন্তু কোয়ান্টাম নির্ভর মাধ্যমে হ্যাকারদের পক্ষে হানা দেওয়া অসম্ভব। এটাই ক্রিপ্টোগ্রাফির বৈশিষ্ট্য। বিজ্ঞানের এই নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইসরোর বিজ্ঞানী ও গবেষকরা এমন ব্যবস্থা আনছেন যা হ্যাক করা সম্ভব নয়। যদি হ্যাক করার চেষ্টাও হয় তবে তা আগেভাগেই টের পেয়ে যাবেন গ্রাহক ও প্রেরক।

Latest article