দেখা নেই বিজেপি সাংসদের দুর্দিনে পাশে দাঁড়াল তৃণমূল

কিন্তু এই দুর্দিনে দুর্গতদের পাশে নেই বিজেপি। লোকসভা নির্বাচনে মানুষকে ঠকিয়ে জোর করে ভোট কিনে একপ্রকার নিরুদ্দেশ হয়েছেন সাংসদ।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির একাধিক এলাকা। নদীবাঁধ ভেঙে কবলিত হয়েছে মালবাজারের টোটকগাঁও। দুর্গতদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত-দিন কাজ করছে প্রশাসন। খাবার, জল, ত্রিপল পৌঁছে দেওয়া হচ্ছে এলাকাগুলিতে। কিন্তু এই দুর্দিনে দুর্গতদের পাশে নেই বিজেপি। লোকসভা নির্বাচনে মানুষকে ঠকিয়ে জোর করে ভোট কিনে একপ্রকার নিরুদ্দেশ হয়েছেন সাংসদ। কোনও সমস্যায় আজ পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি বলেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। অথচ তৃণমূল কংগ্রেস কাজ করে যাচ্ছে মানুষের জন্য। পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির কারণে জলস্ফীতি হয় তিস্তায় আর তাতেই ভেসে যায় মালবাজারের টোটকগাঁও এলাকা।

আরও পড়ুন-ধসে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

বুধবার দিনভর বৃষ্টির ফলে পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল, জলমগ্ন হয়ে পড়ে বহু বাড়ি। প্রশাসনের তরফে বুধবার রাতেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে আসা হয়। টোটকগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থা করা হয় বন্যা দুর্গতদের থাকার ও খাবার ব্যবস্থা। আতঙ্কে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৫২টি পরিবারের প্রায় ১৫০ জন মানুষ। বুধবার রাত কেটেছে ত্রাণ শিবিরেই। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সুনিতা ছেত্রী বলেন, রাজ্য সরকার ব্যবস্থা করেছিল বলে এই বিপদের সময়ও আমরা ভালভাবে থাকতে পারলাম। কিন্তু সাংসদ শুধু ভোট চাইতেই একবার এসেছিলেন, তারপর আমাদের কোনও খোঁজ নেননি।

Latest article