‘সিলিকন ভ্যালি’-তে তোড়জোড়, রাজ্যে আসছে ৩৫ হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তি বিনিয়োগ

Must read

রাজারহাটে তৈরি হতে চলেছে তথ্যপ্রযুক্তির নতুন অধ্যায়। প্রায় ২৫০ একর জমিতে গড়ে উঠতে চলেছে বেঙ্গল সিলিকন ভ্যালি আইটি হাব। ইতিমধ্যেই ৪১টি সংস্থা এই প্রকল্পে জমি নিয়েছে, যার মধ্যে ২৩টি সংস্থা নির্মাণকাজ শুরু করে দিয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের দাবি, এই হাবে প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং এক লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) জানান, “ইতিমধ্যেই ইটিটি ডেটা, এসটি টেলিমিডিয়া-সহ তিনটি সংস্থা কাজ শুরু করতে চলেছে। রিলায়েন্স, ক্যাপজেমিনি, এল অ্যান্ড টি, টিসিএস, ইনফোসিস, আইটিসি ইনফোটেকের মতো সংস্থাও জায়গা নিয়েছে। বহু সংস্থা ভবন নির্মাণ শুরু করেছে। বিনিয়োগের গতি ও আগ্রহ দেখে বোঝা যাচ্ছে, এই হাব ভবিষ্যতের প্রযুক্তি-কেন্দ্র হিসেবে রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

আরও পড়ুন- ফের কুনোয় মৃত্যু চিতার! পশুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সালের তুলনায় রাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে রফতানি বেড়েছে ২৮৫ শতাংশ। এবছর রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এই বৃদ্ধির পেছনে সরকারের একাধিক নীতি ও উদ্যোগের উল্লেখ করেছেন দফতরের আধিকারিকেরা।

মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার শীঘ্রই সেমিকন্ডাক্টর এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) নিয়ে নীতি ঘোষণা করবে, যা আরও বড় মাপের সংস্থাকে আকৃষ্ট করবে।

রাজারহাটের এই প্রকল্প ঘিরে রাজ্যের আইটি খাতে একটি নতুন দিগন্তের সূচনা হতে চলেছে বলেই মনে করছে শিল্পমহল। শুধু বিনিয়োগ নয়, কর্মসংস্থানের নিরিখেও এই উদ্যোগ রাজ্যের যুবসমাজের কাছে বড় সুযোগ এনে দেবে।

Latest article