চিন থেকে চাকা কিনতে বেশি দাম

সেই টাকার বরাত দেওয়া হয়েছে চিনকে। এর আগে ভারত সরকারের তরফে জানানো হয়েছিল, ইউক্রেনকে ৩৫,০০০ চাকার বরাত দেওয়া হয়েছিল।

Must read

নয়াদিল্লি : বন্দে ভারত এক্সপ্রেসের জন্য ইউক্রেনের থেকে বেশি দামে চিন থেকে ৩৯ হাজার চাকা কিনছে ভারত। ইতিমধ্যেই সেই বরাতও দেওয়া হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, বন্দে ভারত বা এই ধরনের সুপারস্টার এক্সপ্রেসের চাকা আসে ইউক্রেন থেকে। কেন্দ্রীয় সরকারের দাবি, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হওয়ার ফলে ভারতের দেওয়া চাকার বরাত সরবরাহ করতে দেরি করছে ইউক্রেন।

আরও পড়ুন-কর্মী-সমর্থকরাই দলের হৃদস্পন্দন : আবেগাপ্লুত অভিষেক

ফলে সেই টাকার বরাত দেওয়া হয়েছে চিনকে। এর আগে ভারত সরকারের তরফে জানানো হয়েছিল, ইউক্রেনকে ৩৫,০০০ চাকার বরাত দেওয়া হয়েছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সেই চাকার সরবরাহে দেরি হচ্ছে। তাই অন্য কোন দেশকে সেই চাকার বরাত দেওয়ার কথা চিন্তাভাবনা চলছে। সেই অনুযায়ী এবার কেন্দ্রীয় সরকারের স্বীকারোক্তি, তারা চিনকে এই চাকার বরাত দিয়েছে ইউক্রেনের থেকে বেশি দামে। শুধু তাই নয়, আগে যেখানে ইউক্রেনকে দেওয়া হয়েছিল ৩৫,০০০ চাকা তৈরির বরাত, সেখানে চিনকে দেওয়া হয়েছে ৩৯,০০০ চাকার বরাত।

Latest article