এসআইআর-এর নাম করে কারও নাম বাদ দেওয়া সহজ নয় : সুজিত

Must read

সংবাদদাতা, কাঁথি : ২০০২ সালের পর ফের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে তোলপাড় রাজনীতি। তা নিয়ে এবার বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার সকাল থেকে কাঁথি মহকুমার তিনটি এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শন করেন। সেখানে আসন্ন এসআইআর ইস্যু নিয়ে সুজিত (Sujit Bose) বলেন, ‘এসআইআরের নাম করে যদি কেউ মনে করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, এত সস্তা ব্যাপার না। এ নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। বিহারেও ইতিমধ্যে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সেখানে আধার দেখতে বলা হয়েছে। এখন আবার বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট আনতে। যে মানুষটা বলছে সে নিজে জন্ম সার্টিফিকেট আনতে পারবে? যদি কেউ গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে মনে করে সেটা এত সহজ নয়।’ বর্তমানে বিজেপি শাসিত একাধিক রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা পাচ্ছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা। আক্রান্ত হতে হয়েছে তাঁদের। তা নিয়ে সুজিত বলেন, এখান থেকে বাইরে কাজে গিয়ে তাঁরা বাংলায় কথা বলায় বাংলাদেশি বলা হচ্ছে। আমরা বাংলায় কথা বলব না তো কী করব। যার যেটা মাতৃভাষা সে সেটায় কথা বলবে, এটাই কোন অপরাধ নেই। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী সেটা কোথায় ঠিক হলো। এসব এখন নতুন নতুন পদ্ধতি দিল্লি ঠিক করে দিচ্ছে। সব সময় বাংলার ওপর একটা চক্রান্ত হচ্ছে। আমি মনে করি, কোনও চক্রান্ত ঠেকাতে পারবে না। কারণ বাংলা একটি শক্তিশালী রাজ্য। আগামী দিনে বাংলাকে মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব পথ দেখাবে।
সোমবার কাঁথি মহাকুমার তিনটি ক্যাম্পে পৌঁছন সুজিত। প্রথমে রামনগর- ১ ব্লকের রামনগর রাও স্কুলের ক্যাম্পে যান। মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন রাস্তার জন্য, কেউ পানীয় জল। এরপর সুজিত রামনগর ২ ব্লক এলাকার বালিসাইতে একটি ক্যাম্পে গেলে এলাকার মানুষজন মন্ত্রীকে ঘিরে ধরে নিজেদের অনুভূতির কথা বলেন। সবশেষে কাঁথি পুরসভার অরবিন্দ স্টেডিয়ামে শিবিরে যান মন্ত্রী। মন্ত্রীর সাথে ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি প্রমুখ।

আরও পড়ুন-প্রত্যাবর্তনেই সোনা জিতে চমক চানুর

Latest article