খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা ঠিক নয় : নেত্রী

Must read

প্রতিবেদন : স্বেচ্ছাচারিতা করতে করতে বিজেপি এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের জীবনযাত্রার উপরেও হস্তক্ষেপ করছে তারা! কে কোন ভাষায় কথা বলবে অথবা কে কী খাবে সে-সমস্ত বিষয়ে উপযাচক হয়ে নিজেদের জ্ঞান বিতরণ করে বেড়াচ্ছে। এবার তাদের এই অনৈতিক চর্চা নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। সিঙাড়া ও জিলিপিকে ক্ষতিকর খাবার হিসেবে গণ্য করে তার ওপর বিধিবদ্ধ সতর্কীকরণ চাপিয়েছে বিজেপি। এই নিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) ক্ষোভ প্রকাশ করে বলেন, কে কী খাবে আপনি ঠিক করবেন? যা ইচ্ছা বলে যাচ্ছে, যা ইচ্ছা করে যাচ্ছে। লজ্জা নেই। কে সিঙাড়া খাবে, সামোশা খাবে, জিলিপি খাবে, পোহা খাবে, হালুয়া খাবে, অমৃতি খাবে আপনি ঠিক করবেন? নাক গলানোর মাস্টার, ওস্তাদ হয়ে গিয়েছে। বড় নেতার চেয়ে বেশি হয়ে গিয়েছে ছোট নেতাগুলো। যা ইচ্ছা বলে যাচ্ছে, যা ইচ্ছা করে যাচ্ছে। আমার মনে হয়, সিঙাড়া এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়।

আরও পড়ুন- বিজেপির দালাল নির্বাচন কমিশন তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী

Latest article