প্রতিবেদন : সংখ্যালঘুদের নিশ্চয়তা দেওয়া আমাদের দেশের তথা রাজ্যের অন্যতম বড় দায়িত্ব। মাদ্রাসায় জঙ্গি তৈরি হওয়ার মতো বিরোধীদের কুরুচিকর মন্তব্যে এমনটাই জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার পার্ক স্ট্রিট কবরস্থানে হেনরি লুইজ ভিভিয়ান ডিরোজিওর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন-ব্যক্তিগত স্বার্থেই ধরনা, হাইকোর্টে দাবি রাজ্যের
সেখানেই তিনি জানান, এই মন্তব্যের পেছনে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার বিষয় রয়েছে। আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং জাতীয়তাবাদ অনেক কিছু উপাদানের উপর নির্ভর করে। তার মধ্যে একটি সংখ্যালঘুকে নিশ্চয়তা দেওয়া। এটা বাংলাদেশ সরকারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেকোনও বিষয়ে আমাদের গণ-মতামত দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন কেন্দ্রীয় সরকার যে মনোভাব পোষণ করবে রাজ্য সরকার সেই সিদ্ধান্তকে সম্মতি জানাবে।