সংবাদদাতা, বারুইপুর : আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আদালত ও সরকারের উপর ভরসা রাখার আবেদন জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলন প্রত্যাহার করারও আবেদন জানালেন তিনি। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বারুইপুর বইমেলায় উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন-জিতে শুরু ইস্টবেঙ্গলের কন্যাশ্রী কাপ
বারুইপুর রেল ময়দানে এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ। মোট ৬০টি স্টল এই বইমেলায় থাকছে। ২৬ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এই মেলা উপলক্ষে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নিয়ে বারুইপুর বইমেলা পড়ল ২৮ বছরে। বইমেলাকে ঘিরে রয়েছে বইপ্রেমীদের উদ্দীপনা।