লখিমপুর খেরি কৃষক হত্যা মামলায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের জামিনের শুনানি পিছিয়ে গেল। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শুনানির সময় সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে দায়রা আদালত বলেছে, বিচার প্রক্রিয়া শেষ হতে অন্তত ৫ বছর সময় লাগবে।
আরও পড়ুন-হুমকি দিয়ে বাংলাকে বশে আনতে পারবে না বিজেপি
এলাহাবাদ হাইকোর্টের জামিন বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন আশিস মিশ্র। শুনানির সময় উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, সব অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিচার শেষ হতে প্রায় ৫ বছর সময় লাগবে। এর আগে শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছিল, এই মামলায় প্রথমে নিম্ন আদালতে অভিযোগ গঠনের অনুমতি দেওয়া উচিত, তারপরে জামিনের আবেদনের শুনানি হবে। তারপর গত ৬ ডিসেম্বর লখিমপুরের অতিরক্ত দায়রা জজের আদলত আশিস মিশ্র সহ ১৪ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।