প্রতিবেদন : বৃহস্পতিবার রাতে ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের চোখধাঁধানো ইনিংস খেলে ইডেন গার্ডেন্স মাতিয়ে দিয়েছেন যশস্বী জয়সোয়াল। রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটারের তাণ্ডবে ঘরের মাঠে কার্যত উড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনের ড্রেসিংরুম থেকে কলকাতায় রয়্যালসের টিম হোটেল সর্বত্র গোলাপি উৎসবের মধ্যমণি ২১ বছরের যশস্বী। দারিদ্রকে দূর করে ক্রিকেট সাধনা চালিয়ে যেতে যাঁকে উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে এসে আজাদ ময়দানের তাঁবুতে রাত কাটাতে হয়েছে। এবারের আইপিএলে সেঞ্চুরি করার পর ইডেনে নাইটদের বিরুদ্ধে অসামান্য ইনিংস খেলে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞদের।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলে আজ সলমন
ব্রায়ান লারার মতো কিংবদন্তি ট্যুইটারে যশস্বীর প্রশংসা করে লিখেছেন, ‘এভাবেই চালিয়ে যাও তরুণ তুর্কি।’ আর এক কিংবদন্তি প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার ব্রেট লি বলেছেন, ‘‘দুর্দান্ত! বিসিসিআই-এর এখনই যশস্বীকে ভারতীয় দলে নেওয়া উচিত।’’ যশস্বীর ব্যাটে আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরি দেখে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সুপারস্টার হতে চলেছে যশস্বী জয়সোয়াল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কে এল রাহুলের জায়গায় ওকেই সুযোগ দেওয়া উচিত ছিল।’
আরও পড়ুন-কর্মসূচি বৃদ্ধি, সমন্বয়ে জোর, দুর্নীতি বরদাস্ত করা হবে না
রাজস্থান রয়্যালসের পোস্ট করা ভিডিওতে যশস্বীর কাছে সতীর্থ ধ্রুব জুরেল জানতে চান, সেরা ফর্মের লাসিথ মালিঙ্গা এবং ব্রেট লি’র মোকাবিলা করতে চান কি না। সঙ্গে সঙ্গে তরুণ ব্যাটারের জবাব, ‘‘দু’জনের মুখোমুখি হতে পারলে ভাল লাগত।’’ মালিঙ্গা অবশ্য রাজস্থান দলের সঙ্গেই যুক্ত। ফ্র্যাঞ্চাইজির ফাস্ট বোলিং কোচ শ্রীলঙ্কান কিংবদন্তি। মালিঙ্গা স্বয়ং উচ্ছ্বসিত যশস্বীকে নিয়ে। ইডেনে ম্যাচের পর বলেছেন, ‘‘যশস্বী আমার ফেভারিট ভারতীয় ব্যাটার। ওকে ভারতীয় দলে দেখার জন্য মুখিয়ে রয়েছি।’’