প্রতিবেদন: পহেলগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারতবিরোধী জিগির না তুলে উত্তেজনা প্রশমনে জোর দেওয়া উচিত বলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ‘পরামর্শ’ দিলেন তাঁর দাদা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বেলাগাম বাকযুদ্ধ ও প্ররোচনা বাড়লে আখেরে পাকিস্তানেরই ক্ষতি হবে বলে মনে করছেন নওয়াজ। পাক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। পহেলগাঁওতে পর্যটকদের ভয়াবহ হত্যাকাণ্ডের পিছনে পাক মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে বলে স্পষ্ট জানিয়েছে ভারত। তাতেই ক্ষুব্ধ পাকিস্তান। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের জেরে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের যে ঘোষণা শাহবাজ শরিফ সরকার করেছে তাতে আখেরে ক্ষতি পাকিস্তানেরই। অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তানের সন্ত্রাস ইস্যুতে আরও একঘরে হয়ে পড়ার আশঙ্কা। তাই এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা না বাড়িয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যাতে শান্তি ফিরতে পারে সেই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন নওয়াজ।
জানা গিয়েছে, কূটনৈতিক পথে দ্বিপাক্ষিক সমস্যা নিরসনের উপায় খুঁজতে ভাই শাহবাজকে পরামর্শ দিয়েছেন দাদা নওয়াজ। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’। পাকিস্তান সরকারের এক সূত্র জানিয়েছে, ভাই শাহবাজকে ‘ভারত-বিরোধী মন্তব্য’ থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন নওয়াজ। সেইসঙ্গে সরকারের অন্য মন্ত্রীদের ভারতবিরোধী মন্তব্য ও উসকানি বন্ধ করারও পরামর্শ দিয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার নওয়াজের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী শাহবাজ। লাহোরে শরিফ পরিবারের বাড়িতে রয়েছেন নওয়াজ। সেখানে তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তথা নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। সেখানে নওয়াজকে পহেলগাঁও-পরবর্তী সময়ে ভারত-পাকিস্তানের সম্পর্কের বিষয়ে অবহিত করেন পাক প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-আইএসআইয়ের মদতে ফের বড় হামলার ছক!
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…