সংবাদদাতা, রায়গঞ্জ : আজ জনজোয়ারে ভাসবে ইটাহার। উচ্ছ্বাস উত্তর দিনাজপুর জেলাজুড়ে। আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ইটাহার হাই স্কুল মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তিনি। এছাড়াও যাবেন কুমারগঞ্জে এসআইআর আতঙ্কে মৃত ওসমান মণ্ডলের বাড়ি। যাওয়ার কথা মৃতা জয়ন্তী সরকারের বাড়িও। তাঁর এই সফরকে কেন্দ্র করে কার্যত উৎসবের মেজাজ ইটাহার শহরে। তৈরি হেলিপ্যাড।
আরও পড়ুন-কল্কে পাবে না বিজেপি, চা-বাগানের ৪৮৩ বুথেই ফুটবে জোড়া ফুল: ঋতব্রত
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে ইটাহার শহরের প্রতিটি মোড়, ফ্লেক্স এবং সুসজ্জিত প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে। রাস্তার দুই ধারে নেতাকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো হয়েছে বিশালাকার গেট। রোড শো-এর যাত্রাপথে যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। মঙ্গলবার বিকেলে প্রস্তুতি খতিয়ে দেখেন বিধায়ক মোশারফ হোসেন। তিনি রোড শো-এর যাত্রাপথ থেকে শুরু করে সভামঞ্চ ও হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নিরাপত্তা ও ভিড় সামলানোর বিষয়ে বিশদ আলোচনা করেন তাঁরা। ‘নবজোয়ার’ কর্মসূচিতে আমরা যে ভালবাসা দেখেছিলাম, বুধবারের এই মেগা রোড শো সেই রেকর্ডকেও ভেঙে দেবে। ইটাহার বুঝিয়ে দেবে তারা তৃণমূলের উন্নয়নের পাশেই আছে। জানান বিধায়ক। ২০২৩ সালে অভিষেকের ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রায় ইটাহারের রাস্তায় উপচে পড়া ভিড় আছড়ে পড়েছিল। জেলার প্রতিটি ব্লক থেকে কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে শামিল হবেন।

