আইটিআই প্রশিক্ষণের পরীক্ষায় দেশের সেরার মধ্যে ১১ জন বাংলার, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উল্লেখ্য, গত বছর আইটিআইয়ের সর্বভারতীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থানে বাংলার চারজন পড়ুয়া ছিল। এবারে সেই সংখ্যা তিনগুণ হয়েছে। এই ১১ জনের মধ্যে ৬জন তরুণী।

Must read

আইটিআই (ITI) বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের জাতীয়স্তরের পরীক্ষায় ফের একবার বাংলার মুখ উজ্জ্বল করল পশ্চিমবঙ্গের (West Bengal) পড়ুয়ারা। কিছুদিন আগেই অল ইন্ডিয়া ট্রেড পরীক্ষা হয়। সেখানে শীর্ষ স্থানের ২৮ জনের মধ্যে ১১ জনই বাংলার পড়ুয়া। আজ, মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। উল্লেখ্য, গত বছর আইটিআইয়ের সর্বভারতীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থানে বাংলার চারজন পড়ুয়া ছিল। এবারে সেই সংখ্যা তিনগুণ হয়েছে। এই ১১ জনের মধ্যে ৬জন তরুণী।

আরও পড়ুন-২৩-২৬ প্রভাবিত ৯ জেলায় স্কুল-ছুটি — যাচ্ছেন সচিবরা, ডানা মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

এক্স হ্যান্ডেলে কৃতীদের সকলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের আইটিআই প্রশিক্ষণার্থীরা গত বছরের পর এই বছর আরও একবার জাতীয় স্তরের পরীক্ষা – অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি), ২০২৪ এ ভাল ফল করেছেন। দেশের বিভিন্ন কোর্সের ২৮ জন শীর্ষস্থানীয়দের মধ্যে, ১১ জন আমাদের বাংলার আইটিআই ছাত্র যার মধ্যে ছয়জন মেয়ে। গত বছর AITT (2023) তে পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জন তালিকার শীর্ষে ছিল। এই অসামান্য কৃতিত্বের সঙ্গে জড়িত সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি।”

আরও পড়ুন-তদন্ত না করেই সিদ্ধান্ত, হাইকোর্টে ৫৯ ডাক্তারের সাসপেনশন স্থগিত

প্রসঙ্গত, ২০২২ সালেও সর্বভারতীয় আইটিআই পরীক্ষাতে সামগ্রিক ফলের হিসাবে শীর্ষস্থানে ছিল বাংলা। প্রথম ৫০ জনের তালিকায় রাজ্যের শিক্ষার্থীরা স্থান পেয়েছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সকল কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 

Latest article