সংবাদদাতা, শিলিগুড়ি : নববর্ষের শুরুতেই ব্যাপক গরম পড়ছে বাংলায়। গরমের পাশাপাশি মাঝেমধ্যে বইছে কালবৈশাখী। হচ্ছে বৃষ্টিও। কিন্তু গরম থেকে যেন কিছুতেই রেহাই মিলছে না। ফলে কমবেশি এখন সকলেরই গন্তব্য দার্জিলিং বা সিকিম। তবে যাঁদের গন্তব্য এখন সিকিম কিংবা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদের পোয়াবারো।
আরও পড়ুন-বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন পরিচালক অনুরাগ
সিকিমের নাথু লা থেকে শুরু করে বাবামন্দির, কালাপাথর, ছাঙ্গুতে ব্যাপক মাত্রায় তুষারপাত হচ্ছে। তাতে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে পর্যটকদের গাড়ি আটকে গিয়েছে বরফে। ১৭ এপ্রিল থেকে মঙ্গলবার ভারী তুষারপাতের কারণে শয়ে শয়ে যানবাহন এবং পর্যটক আটকে পড়েছেন নাথু লা, ছাঙ্গুতে। তবে সিকিম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বৈধ পারমিট-সহ ১,৫০০ টিরও বেশি যানবাহনকে দিনের শুরুতে মনোরম রুটে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, যার মধ্যে অনেকগুলি এখন বরফ জমে থাকার কারণে অচল। তীব্র যানজট এবং রাস্তাঘাট বন্ধ হয়ে পর্যটকদের মাথায় হাত। কিছু মানুষ অবশ্য খুশি, এই গরমে সিকিমে বরফ পেয়ে। জানা যাচ্ছে, আটকে-পড়া পর্যটকদের সহায়তার জন্য জেলা কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলগুলি দ্রুত ত্রাণের ব্যবস্থা করেছে। সেইসঙ্গে সকলকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। আটকে-পড়া পর্যটকদের সহায়তা করার জন্য জেলা কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলগুলি দ্রুত ত্রাণের ব্যবস্থা করেছে।