সবে তো শুরু, কোচের সঙ্গে বার্তা গুরপ্রীতেরও

প্রথমবার কাফা নেশনস কাপে অংশ নিয়েই ওমানের মতো ফিফা ক্রমতালিকায় ৭৯ নম্বরে থাকা দলকে হারিয়ে ব্রোঞ্জ জয়ের নজির।

Must read

প্রতিবেদন : প্রথমবার কাফা নেশনস কাপে অংশ নিয়েই ওমানের মতো ফিফা ক্রমতালিকায় ৭৯ নম্বরে থাকা দলকে হারিয়ে ব্রোঞ্জ জয়ের নজির। কোচ হিসেবে অভিষেকেই স্বপ্ন দেখালেন খালিদ জামিল। দেশি ও বিদেশি কোচের বিতর্ক থামালেন। মাঠের ধারে টাচলাইনের বাইরে দাঁড়িয়ে যেভাবে ‘হোল্ড, প্রেস, ম্যান অন, ক্লিয়ার, আপ— নির্দেশ দিচ্ছিলেন, এগুলোই জাতীয় দলের কোচিংয়ে যেন হারিয়ে গিয়েছিল। কাফা কাপে খেলতে যাওয়ার আগে খালিদ বলেছিলেন, জিতলে সব কৃতিত্ব খেলোয়াড়দের। হারলে দায় আমার একার। ওমানকে হারিয়ে উঠে তাই সবার আগে ফুটবলারদের কৃতিত্ব দিলেন মহেশ, উদান্তদের হেডস্যার।
ওমান জয়ের পর ড্রেসিংরুম ও টিম হোটেলে সেলিব্রেশনের পরই উৎসব ভুলে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অক্টোবরে সিঙ্গাপুরের বিরুদ্ধে দু’টি (৯ ও ১৪ অক্টোবর) ম্যাচকে পাখির চোখ করেছে ভারত। মূলপর্বে উঠতে হলে ম্যাচ দু’টি জিততেই হবে ভারতকে। চলতি মাসের শেষ অন্তত সপ্তাহ দুয়েকের প্রস্তুতি শিবির করতে চান খালিদ। কোচ ড্রেসিংরুমেই ফুটবলারদের বলে দিয়েছেন, উৎসব শুধু এক রাতের। এশিয়ান কাপের বাছাইপর্বে আমাদের লড়াই এখন কঠিন। পরের মাসে সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার থেকেই নতুন লড়াইয়ের ভাবনায় খালিদ ব্রিগেড।

আরও পড়ুন-বীরভূমের ৩ মহকুমায় রাজ্যের অগ্নিনির্বাপণ দফতরের উদ্যোগ, গড়ে উঠবে নতুন ৫ দমকল কেন্দ্র

ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে শেষ শট বাঁচিয়ে ভারতের ব্রোঞ্জ নিশ্চিত করেছেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, কাফা কাপের মতো কঠিন প্রতিযোগিতা আমাদের পরীক্ষা নিয়েছে। আমরা জিতেছি, হেরেছি, শিক্ষা নিয়েছি। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। খালিদ বললেন, জয়ের কৃতিত্ব ফুটবলারদের। সবাই সংঘবদ্ধ থেকেছে। দলের ঐক্যই আসল। ছেলেদের মধ্যে বিশ্বাস ছিল। প্রত্যেকে খুব পরিশ্রম করেছে। পরিবর্তনটা ঠিক কীভাবে সম্ভব হল? জাতীয় কোচ বলছেন, পুরোটাই আত্মবিশ্বাস। ছেলেরা চাপের মুখে আত্মবিশ্বাস হারায়নি। দল হিসেবে একজোট হয়ে খেলেছে। পরস্পরকে সবাই সাহায্য করেছে। এটাই আসল ব্যাপার।

Latest article