জয়-পরাজয় নয়, কাজ করতে হবে হাতে হাত মিলিয়ে : অভিষেক

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে একজোট হয়েই কাজের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে একজোট হয়েই কাজের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-দক্ষিণ-পূর্ব রেলের আদ্রায় বাতিল ট্রেন, বিপাকে যাত্রীরা

সোমবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বললেন, যাঁরা যোগ্য, যাঁরা পরিশ্রম করেছেন, দল তাঁদের পুরস্কৃত করেছে। তবে সবাই মিলেই দলের কাজ করতে হবে। এখন ভাবলে হবে না, কে বাদ পড়ল আর কার গুরুত্ব বাড়ল। একজোট হয়েই জয় হাসিল করতে হবে। তাঁর সাফ কথা, পরিশ্রমের কোনও বিকল্প হয় না। যাঁরা পরিশ্রম করেছেন, তাঁদের পুরস্কৃত করার যথাসাধ্য চেষ্টা করেছে দল। কাউকে জেলা স্তর থেকে রাজ্য স্তরে আনা হয়েছে। কাউকে নতুন পদে আনা হয়েছে। দলনেত্রীর নির্দেশ মেনে আলোচনার ভিত্তিতে দলে রদবদল করা হয়েছে। নেতাজি ইনডোরে দলের মহাসমাবেশের আলোচনা মোতাবেক দলে পরিবর্তন করা হয়েছে। কেউ কেউ পদ যাওয়ায় ক্ষুব্ধ, দলে গুরুত্ব কমল বলে তাঁরা মনে করছেন। এ বিষয়ে অভিষেক বলেন, গুরুত্ব কমল কি বাড়ল, বিষয় নয়, একজোট হয়েই কাজ করতে হবে।

Latest article