প্রতিবেদন : উপাচার্য নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ার দ্বিতীয় দিনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয় এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারভিউ হল। জানা গিয়েছে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার জন্য আবেদন করেছেন প্রায় শতাধিক আবেদনকারী। এঁদের মধ্যে ডাক পেয়েছেন মাত্র আটজন। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং সিধো কানহো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ইন্টারভিউ হয়।
আরও পড়ুন-ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া, কানাডাতেই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী ট্রুডো
গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য যে ৫০ জনকে ডাকা হয় তার মধ্যে ১৭ জন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদের জন্য। তাৎপর্যপূর্ণভাবে দেখা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন অস্থায়ী উপাচার্য শান্তা দত্তের নাম ছিল না তালিকায়। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আবেদন করেছিলেন উপাচার্য পদের জন্য। তালিকায় তাঁরও নাম নেই। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আবেদন করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনিও ডাক পাননি ইন্টারভিউ প্রক্রিয়ায়।