কেন্দ্রের প্রতিহিংসায় তকমা হারাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Must read

প্রতিবেদন : ফের কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের জন্য জাতীয় এমিনেন্সের তকমা হারাতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। শেষ মুহূর্তে নিজেদের বরাদ্দ টাকা দেওয়ার কথা অস্বীকার করে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়কে তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করছে কেন্দ্র। এতে যে আখেরে দেশের উচ্চশিক্ষার ক্ষতি হচ্ছে তা বোঝার ক্ষমতাটুকুও হারিয়েছে প্রতিহিংসাপরায়ণ বিজেপি সরকার। এক্ষেত্রে আবেদন করতেও প্রায় এক কোটি টাকা খরচ হয়। সেই টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রাক্তনীরা তুলে দিয়েছে। এরপর যাদবপুর ইউনিভার্সিটি নিজের মেধায় নির্বাচিত হয়। এরপরেই নিজেদের অবস্থান থেকে পুরো ৯০ ডিগ্রি ঘুরে গিয়ে কেন্দ্র বলে, এই টাকার ২৫ শতাংশ রাজ্য না দিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অনুদান দেওয়া হবে না। যে শর্ত প্রথমে ছিল না, সেই শর্ত পরবর্তীকালে চাপিয়ে দেওয়ায় রাজ্যকে হিমশিম খেতে হচ্ছে সেই টাকা জোগান দিতে। এরপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয় পাঁচ বছর সময় চেয়ে সেই টাকা ভর্তুকি দেবে বলে জানিয়েছিল। তারপরেও নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হাড়িকাঠে চড়াল কেন্দ্র। এই অনুদান মিললে যাদবপুর বিশ্ববিদ্যালয় আরও শ্রেণিকক্ষের সংখ্যা বাড়ানো যেত। বিল্ডিংয়ের সংখ্যা বাড়ানো যেত। ফলে কোর্সের সংখ্যাও বাড়ানো যেত। সার্বিকভাবে উন্নত হত ১০০ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়। কিন্তু এই অনুদান বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সরকার আখেরে যে দেশের উচ্চশিক্ষার ক্ষতি করল সেই বিষয়টি বুঝতে অপারগ তারা।

আরও পড়ুন-বিশ্বগুরু হওয়ার এ কোন পথ দেখাচ্ছেন মোদিজি

Latest article