প্রতিবেদন : একুশে জুলাই শহিদ তর্পণে এবার শামিল হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপক থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অশিক্ষক কর্মচারীরা। বুধবার এজন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অডিটোরিয়ামে হল প্রস্তুতিসভা। তৃণমূল কংগ্রেসের তরফে অডিটোরিয়াম ভাড়া নেওয়া হয়েছিল এজন্য। ওই সভার প্রধান বক্তা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, একটা সময় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) জাতীয়তাবাদী আন্দোলনের পীঠস্থান। তিনি নিজে একটা সময় এই বিশ্ববিদ্যালয়ে শেষ জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন। কিন্তু দুর্ভাগ্য বামেদের শিক্ষাক্ষেত্রকে পিছিয়ে দেওয়ার রাজনীতিতে আজ যাদবপুরে কমিউনিস্টরা গা আড়াল করার জায়গা পেয়েছে। প্রস্তুতিসভা থেকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভারত গড়ার ডাক দিয়েছেন। শিক্ষক, অশিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রতি তাঁর আহ্বান, নতুন ভারত গড়ার ক্ষেত্রে আপনারাও যুক্ত হোন। চলুন, নতুন ভারতবর্ষ গড়ে তুলি আমরা।
আরও পড়ুন- জেলা থেকে লাখ লাখ মানুষ আসছেন ধর্মতলায়, কর্মীদের জন্য রইল হেল্পলাইন নম্বর