চলতি বছর, দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে ৯ নম্বরে। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৯ তম স্থানে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান আগে ছিল ১৮ নম্বরে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের নিরিখে ৯ নম্বরে থাকলেও, স্টেট ইউনিভার্সিটির নিরিখে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে এক নম্বরে আছে। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। সেখানে যাদবপুরের এই সাফল্য কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন-বিজেপি রাজ্যে ধর্ষকের বাড়িতে কিশোরীকে পাঠাল খোদ প্রশাসন, নারকীয় অত্যাচারের শিকার নির্যাতিতা
তিনি লিখেছেন, ”আনন্দের সাথে জানাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে বাংলার শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃতি পেল। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক আজ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিং ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৫’ (এনআইআরএফ) ঘোষণা করেছে। এই বছর, ‘রাজ্য বিশ্ববিদ্যালয়’ বিভাগে, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে, এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অধিকার করেছে। একমাত্র যাদবপুর রাজ্যের মধ্যে তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীদের আমাদের গর্বিত করার জন্য আমার তরফ থেকে অভিনন্দন!”
আরও পড়ুন-”বাড়ির পোমেরেনিয়ান কুকুর”, মহিলা পুলিশ সুপারকে কুকথা বিজেপি বিধায়কের, নিন্দার ঝড়
৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং প্রকাশ্যে আনল। দ্য ন্যাশানাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) এই তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এনআইআরএফ-এর এই র্যাঙ্কিং তৈরি করা হয়। সেখানে যুক্ত থাকে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিক্যাল কলেজ, সাধারণ ডিগ্রি কলেজ। সব কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৈরি হয় একটি সামগ্রিক তালিকা। বিভিন্ন ক্ষেত্র বিচার করে এই তালিকার শীর্ষে স্থানাধিকারীরা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়।
এক নজরে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু
২. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি
৩. মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল
৪. দিল্লি বিশ্ববিদ্যালয়
৫. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়াদিল্লি
৬. বেনারস হিন্দু ইউনিভার্সিটা, বারাণসী
৭. বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি
৮. অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটুর
৯. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
১০. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়
Happy to share that our pre-eminence in education is recognised again!
Ministry of Education, Government of India has announced the rankings of Higher Education Institutes of the country today, namely India Ranking 2025 (NIRF). This year, in the State Public University…
— Mamata Banerjee (@MamataOfficial) September 4, 2025