মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন, নদী থেকে উদ্ধার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দেহ

Must read

ফের রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university) পড়ুয়ার। মৃত ছাত্র সোহম পাত্র (২০) মায়ের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফেরার সময় ঝাঁপ দেয় কংসাবতী নদীতে। বুধবার সকালে মেদিনীপুরের কাঁসাই হল্ট সংলগ্ন নদী থেকে দেহ উদ্ধার করে রেল ও জেলা পুলিশ। সোহম বাঁকুড়ার বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university) কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন- ভিন দেশের পরমাণু বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার গুপ্তচর

মঙ্গলবার বিকেলে সোহম তাঁর মায়ের সঙ্গে বাঁকুড়ার উদ্দেশে রওনা হয়েছিল। ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢোকার আগে তাঁর মা টয়লেটে গেলে ফিরে এসে আর ছেলেকে দেখতে পাননি। অনেক যাত্রীরা জানান সোহমকে ট্রেনের দরজার সামনে যেতে দেখেছেন। তারপর অনেক খোঁজাখুঁজির পরেও সোহমকে আর পাওয়া যায়নি। শেষে পুলিশের কাছে দারস্ত হন তাঁর মা। রাতেই রেল পুলিশ নদীতে তল্লাশি শুরু করলেও দেহ পায়নি। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কাঁসাই হল্টের কাছে রেলব্রিজের নীচে নদীতে সোহমের দেহ ভাসতে দেখেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

সোহমের বাবা-মা জানিয়েছেন, পড়াশোনায় ভালো ছিল তাঁদের ছেলে। তৃতীয় বর্ষে ছিল। পুলিশের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা।

Latest article