বরোদা, ১৭ মে: নেতৃত্ব বিতর্কে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রবীন্দ্র জাদেজার সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় দু’পক্ষই পরস্পরকে আনফলো করে দিয়েছে। ফলে ভক্তরা নিশ্চিত, সিএসকে-জাদেজা সম্পর্কের শেষের শুরু।
ভারতীয় অলরাউন্ডারের ঘনিষ্ঠমহল সূত্রে যে তথ্য উঠে আসছে তাতে জানা গিয়েছে, সিএসকে ম্যানেজমেন্টের আচরণে প্রচণ্ড হতাশ এবং আহত হয়েছেন জাদেজা। তারকা অলরাউন্ডারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘‘ও (জাদেজা) খুব হতাশ।
আরও পড়ুন-‘গত ৫ মাস ধরে ১০০ দিনের কাজের টাকার বরাদ্দ অর্থ দিচ্ছে না’, বিকল্প জানালেন মুখ্যমন্ত্রী
এই ঘটনায় প্রচণ্ড আঘাত পেয়েছে। নেতৃত্বের ইস্যুটা আরও ভালভাবে সামলানো যেতে পারত। সব কিছু আচমকা ঘটে গেল। যে ভাবে বিষয়টিকে তুলে ধরা হয়েছে তাতে যে কোনও মানুষই আঘাত পাবে।’’ নেতৃত্ব বিতর্কে জাদেজার আঘাত পাওয়া প্রসঙ্গে সিএসকে সিইও জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবে না।
আরও পড়ুন-‘সাইকেল তৈরির কারখানা হবে মেদিনীপুরেই, সঙ্গে বিপুল কর্মসংস্থান’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
তবে কি জাদেজা ও সিএসকে সম্পর্কের শেষের শুরু? সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে চাননি বরোদার অলরাউন্ডারের ঘনিষ্ঠ সূত্র। তাঁর বক্তব্য, ‘‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ, ওর একটা চোট ছিল কিন্তু সেটা কতটা গুরুতর আমরা কেউ জানি না।’’ ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ জাদেজার চোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘‘জাদেজা কীভাবে পুরো আইপিএল থেকে ছিটকে গেল, বুঝতে পারছি না। আমার তো মনে হয়নি যে, ও খুব বড় চোট পেয়েছে।’’