নয়াদিল্লি, ১৪ মার্চ : কঠিন পরিস্থিতিতে চাপমুক্ত থেকে নিজের ক্রিকেট উপভোগ করার ক্ষমতাই রবীন্দ্র জাদেজাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার করে তুলেছে। এমনটাই মনে করেন কপিল দেব। ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও জানাচ্ছেন, এই প্রজন্মের ক্রিকেটারের মধ্যে জাদেজা তাঁর অন্যতম প্রিয় চরিত্র।
আরও পড়ুন-শিক্ষকদের নিরাপত্তা নিয়ে এবার কেন্দ্রের দিকে সংসদে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্ট জেতাতে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন জাদেজা। ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করার পাশাপাশি, বল হাতে দু’ইনিংস মিলিয়ে তাঁর শিকার ছিল ৯ উইকেট। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টে জাদেজার মোট রান ২০১। উইকেট দখল করেছেন ১০টি। বর্তমানে আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাদেজা প্রসঙ্গে কপিলের বক্তব্য, ‘‘আমি রবীন্দ্র জাদেজার খেলা দেখতে পছন্দ করি। কারণ পরিস্থিতি যত কঠিন হোক না কেন, ও চাপমুক্ত থাকে। নিজের খেলা উপভোগ করে। তাই বল হাতে হোক বা ব্যাট হাতে, সব সময় দলের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফিল্ডার হিসেবেও ও বিশ্বের অন্যতম সেরাদের একজন।’’
আরও পড়ুন-মমতাকে খুনের চেষ্টা হয়, লড়াই চালিয়ে গিয়েছেন নেত্রী : নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে দোলা সেন
কপিল এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আপনি যদি চাপে থাকেন, তাহলে কিছুতেই নিজের সেরাটা দিতে পারবেন না। এটা আমি বরাবরই বিশ্বাস করে এসেছি। বরং চাপমুক্ত থাকতে পারলেই সহজাত খেলা খেলতে পারবেন। এটা জাদেজা বারবার প্রমাণ করেছে। আমি নিশ্চিত, ও দেশকে আরও অনেক সাফল্য উপহার দেবে।’’