জাদেজার হাঁটুতে সফল অস্ত্রোপচার

মঙ্গলবারই হাঁটুতে অস্ত্রোপচার হল রবীন্দ্র জাদেজার। এবং তা সফল। ভারতীয় অলরাউন্ডার নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন।

Must read

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : মঙ্গলবারই হাঁটুতে অস্ত্রোপচার হল রবীন্দ্র জাদেজার। এবং তা সফল। ভারতীয় অলরাউন্ডার নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। জাদেজা নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘অস্ত্রোপচার সফল। কঠিন সময়ে আমার পাশে অনেকেই ছিলেন। বিসিসিআই, আমার সতীর্থরা, সাপোর্ট স্টাফ, ফিজিও, চিকিৎসক এবং ফ্যানদের অজস্র ধন্যবাদ। খুব দ্রুত রিহ্যাব শুরু করব।

আরও পড়ুন-ক্রিকেট থেকে অবসর রায়নার

যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেট মাঠে ফিরতে চাই।’ জাদেজার এই বার্তা ভারতীয় ক্রিকেট মহলের কাছে ইতিবাচক ঘটনা। চোটের জন্য তিনি শুধু এশিয়া কাপ থেকেই ছিটকে যায়নি, টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়েছেন। কোচ রাহুল দ্রাবিড় যদিও জানিয়েছেন, বিশ্বকাপের এখনও অনেক বাকি। তার আগেই জাদেজা ফিট হয়ে উঠবেন বলে তিনি বিশ্বাস করেন। শেষ পর্যন্ত জাদেজা সুস্থ হয়ে বিশ্বকাপে খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার।

Latest article