অর্জুনের গুন্ডামি, তলবেও গরহাজির, বাড়িতে পুলিশ

Must read

সংবাদদাতা, ভাটপাড়া : জুট মিল শ্রমিকদের গন্ডগোলে অযথা হস্তক্ষেপ বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)। শুধু হস্তক্ষেপই নয়, বচসার মধ্যে গুলি চালানোর অভিযোগ বারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং-এর বিরুদ্ধে। আর সেই অভিযোগে অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জগদ্দল থানা। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অর্জুনকে (Arjun Singh) তলব করে জোড়া নোটিশও পাঠিয়েছে পুলিশ। কিন্তু রাজনৈতিক কর্মসূচির অজুহাত দেখিয়ে অর্জুন অনুপস্থিত থেকেছেন। থানায় হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অজয় ঠাকুর। এদিকে, ভাটপাড়ায় অর্জুনের গুলিতে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন-উপযুক্ত জবাব পেল গণশত্রুরা, অক্সফোর্ড কলেজ-বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, ঘুরে দেখলেন পায়ে হেঁটেই

বুধবার রাতে ফের অশান্ত হয় ভাটপাড়া। বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির কাছে শ্রমিকদের বচসায় চলে গুলি, বোমাবাজি। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম বান্টি দাস, আকাশ দাস, সুমিত রজক এবং দশরথ বেরা। এদের বিরুদ্ধে খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা এবং সংগঠিত অপরাধ ঘটানোর মামলা দায়ের করেছে জগদ্দল থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাকপুর আদালতে পেশ করা হয়। পাশাপাশি, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, জুট মিলের দুই শ্রমিকের মধ্যে গন্ডগোলে অর্জুন সিং কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন? পরিকল্পিতভাবে ভাটপাড়াকে অশান্ত করার জন্য তিনি শ্রমিকদের গন্ডগোলে গিয়ে গুলি চালিয়েছেন। সেই ফুটেজ আছে।

Latest article