চন্দননগরে দর্শনার্থীদের ঢল

Must read

সুমন করাতি, চন্দননগর: ঐতিহ্যবাহী চন্দননগরের জগদ্ধাত্রী (Jagadhatri Puja in Chandannagar) উৎসবের চতুর্থীর রাত থেকেই দলে দলে মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছেন এখানকার বিভিন্ন পুজো প্যান্ডেলে। যদিও এখনও সবক’টি মণ্ডপের কাজ এবং আলোর কাজ সম্পন্ন হয়নি তা সত্ত্বেও মানুষ আগেভাগে এসে ভিড় জমাচ্ছেন আলোর শহর চন্দননগরে (Jagadhatri Puja in Chandannagar)। এখানকার অনিন্দ্যসুন্দর মণ্ডপ, বিশাল বিশাল প্রতিমা এবং আলোর ঝলকানিতে দর্শনার্থীরা অবাক বিস্ময়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকেন আলোর শহর চন্দননগরের আলোর জাদু দেখতে। শুধুমাত্র হুগলি জেলার নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় জমান এখানে। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক প্রতিবছর এখানে আসেন এখানকার বিখ্যাত পুজো প্রত্যক্ষ করার জন্য। যেহেতু এককালে এই চন্দননগর ছিল ফরাসিদের শাসনাধীন তাই ফরাসি স্থাপত্যের বিভিন্ন নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে আছে চন্দননগর জুড়ে। শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো নয়, বিভিন্ন সময়ে প্রচুর ফরাসি পর্যটক আসেন এখানে। পুজোর সময় তাঁদের আনাগোনাটা অনেক বেশি হয়। অন্যদিকে দর্শনার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে চন্দননগর জুড়ে। পুজোর চারদিন যাতে নির্বিঘ্নে মানুষ প্রতিমা দর্শন ও এখানকার বিখ্যাত শোভাযাত্রা প্রত্যক্ষ করতে পারেন করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেকটি পুজো মণ্ডপে সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে এবং প্রতিদিন সন্ধে থেকে পরদিন ভোর পর্যন্ত এই শহরের যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

আরও পড়ুন-ছটপুজোয় হাজার শ্রমিককে পোশাক ও কম্বলদান মন্ত্রীর

Latest article