সুমন করাতি, চন্দননগর: ফরাসিদের দেওয়ান ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরি। ছিলেন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু। নবাব আলিবর্দি কৃষ্ণচন্দ্রের কাছে বারো লক্ষ টাকা নজরানা দাবি করেন। দিতে না পারায় নবাব রাজাকে বন্দি করে নিয়ে যান। বন্দি থাকায় দুর্গাপুজো করতে পারেননি রাজা। কারাগার থেকে মুক্ত হওয়ার পর বিজয়া দশমীর দিনে নৌকায় ফেরার পথে তিনি দেবীর স্বপ্নাদেশ পান। বলা হয়, পরের মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) আয়োজন করতে। সেই মতো চন্দননগরের গঙ্গাপাড়ের নিচুপট্টি, চাউলপট্টি এলাকায় নৌকা থামিয়ে পুজোর আয়োজন করেন রাজা। তাঁকে সহযোগিতা করেন বন্ধু ইন্দ্রনারায়ণ। শুরু হয় প্রথম জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja)। এখনও ইন্দ্রনারায়ণের জরাজীর্ণ বাড়ি রয়েছে চন্দননগরের সরিষাপাড়ায়। প্রাচীন রীতি মেনেই আজও হয় চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো। চারদিন ধরে চলে আরাধনা। পুজোর সমস্ত ফল উদ্যোক্তারা বিলিয়ে দেন গরিব মানুষ, সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে।
আরও পড়ুন- একাধিক দাবিতে বিশ্বভারতীতে সরব পড়ুয়ারা