সংবাদদাতা, অশোকনগর : জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর বরাবরই সেরা। তবে বিগত কয়েক বছর ধরেই জগদ্ধাত্রী পুজোর বহর বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনায়। তার মধ্যে অশোকনগর এবার বেশ নজর কাড়ছে। এ বছর অশোকনগর থানা এলাকায় মোট ৫৯টি পুজো হচ্ছে। তার মধ্যে বিগ বাজেটের পুজোর সংখ্যা ১৯টি। অশোকনগরের এই জগদ্ধাত্রী উৎসবকে ঘিরে পুলিশি নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে।
আরও পড়ুন-এসএসসি মামলা ছাড়লেন বিচারপতি
রাখা হয়েছে সিসিটিভির নজরদারির ব্যবস্থাও। অষ্টমীর দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করেন স্থানীয় বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। আগামী ২৫ তারিখ বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিসর্জন ঘিরেও থাকছে কড়া নিরাপত্তা। অশোকনগরের নজরকাড়া মণ্ডপগুলির মধ্যে আছে কল্যাণগড় ৫ নম্বরের সবুজ সংঘের ‘আদি যোগী’। মণ্ডপসজ্জায় নজর কেড়েছে কয়াডাঙা দেশবন্ধু ক্লাব ও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। কল্যাণগড় ৬০ ফুট মোড় অরুণোদয় ক্লাব করেছে ‘ময়ূরপঙ্খী তরী’। কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টারের থিম ‘যমালয়ের বিচার সভা’।
আরও পড়ুন-জেলায় জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে, মহিষাদলে বিজেপির গুন্ডামি সমবায় সভায়
দেবীনগর কয়াডাঙা নেতাজি সংঘের মণ্ডপসজ্জায় থাকছে ‘শ্রীমুক্ত জীবন স্বামীবাবা স্মৃতি মন্দির’। কল্যাণগড় বেকারি মোড় ভ্রাতৃসংঘ শিশুদের কথা মাথায় রেখে তাঁদের মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছে ‘হ্যারি পটারের জাদুনগরী’। দেবীনগর আদিবাসীবৃন্দের মণ্ডপসজ্জায় থাকছে ‘কেদারনাথ’। জগদ্ধাত্রী পুজোয় অশোকনগরে এবার জমজমাট থিমের লড়াই। সঙ্গে রয়েছে আলোকসজ্জার রকমারি ঝলক। আর সৃজনশীল প্রতিমার চমকও দেখা যাবে অশোকনগরে।