বিজেপির হাতছাড়া হল কোচবিহার লোকসভা আসন। হেরে গেলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। হারানো লোকসভা আসন ফিরে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আতসবাজি পুড়িয়ে, আনন্দ-উল্লাসে মেতে উঠলেন ঘাসফুলের কর্মী-সমর্থকরা। কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিককে জবাব দিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia)। সিতাই বিধানসভার সহজ সরল সাধারণ একজন তৃণমূল বিধায়ককে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। সেই বিধায়ক এবার লোকসভা কেন্দ্রের জয়লাভ করে দেখিয়ে দিলেন।
আরও পড়ুন-মডেল ডায়মন্ড হারবার: দেশের মধ্যে রেকর্ড ব্যবধানে জয়ী অভিষেক
কোচবিহার লোকসভা আসনটি সাত বিধানসভা নিয়ে। অধিকাংশ বিধানসভাতেই লোকসভায় শক্তি বাড়ালো তৃণমূল। গণনার ফল প্রকাশ হতেই দেখা গেছে প্রতি রাউন্ডে লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়িয়েছে জোড়াফুল। জগদীশ বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia) জানিয়েছেন,বিজেপির সন্ত্রাস থেকে মুক্ত হতে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে কোচবিহার। কোচবিহারে এবার শান্তি থাকবে। এদিকে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, তাঁরা নিশ্চিত ছিলেন কোচবিহার আসন বিজেপির থেকে তাঁরা ছিনিয়ে নেবেন। তবে কোচবিহারে আগাম কোনও বিজয় মিছিল না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে এরপর বিজয় মিছিল হবে বলে কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। এদিকে তৃণমূল রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ আগেই শপথ নিয়েছিলেন দলের প্রার্থী না জেতা পর্যন্ত আমিষ খাবার ছুঁয়ে দিয়ে দেখবেন না। এদিন তিনি জানান, তিন দিন পরে তিনি মাছ খাবেন।