রথযাত্রার (Rathyatra) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুরীর জগন্নাথধামে (Puri Jagannath Temple) শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রথ নির্মাণের কাজ প্রায় শেষ। যদিও এখন বন্ধ রয়েছে পুরীর মন্দিরের দর্শন। স্নানযাত্রার পর জগন্নাথদেব, বলরাম এবং দেবী সুভদ্রার অন্তরাল পর্ব চলছে। আগামী ৭ জুলাই রথযাত্রার দিন ভক্তদের দর্শন করার সুযোগ দেওয়া হবে। সারা বছর ভক্ত সমাগম থাকলেও রথযাত্রা উৎসব ঘিরে পুরীর জগন্নাথ মন্দিরের ভক্তদের সংখ্যা বেশ ভাল রকম বৃদ্ধি পায়। ভিড়ে পদপিষ্ট হয়ে কোন বিপদ যেন না হয় তার জন্য শ্রীমন্দির কর্তৃপক্ষ এই বছর বিশেষ বন্দোবস্ত করেছে । দর্শনার্থীদের জন্য জগন্নাথ মন্দিরে নির্দিষ্ট স্লট থাকবে। সময় অনুযায়ী চারটি আলাদা গেট দিয়ে দর্শন করতে পারবেন ভক্তরা।
আরও পড়ুন-আঘাত পায়ে, মহানগরীতে অস্ত্রোপচার হয়ে গেল যৌনাঙ্গে
জানা যাচ্ছে, মন্দিরে প্রবেশের জন্য অনলাইন পদ্ধতিতে স্লট বুকিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্লটের বুকিং করতে পারবেন ভক্তরা। দর্শনার্থীদেরও লম্বা লাইনে দাঁড়াতে হবে না। পুরী বেড়াতে এসে জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি অন্যত্রও ঘুরতে যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে এই নিয়ম চালু হলে কারণ পুজো দেওয়ার সময় অনেকটাই কমে যাবে। মন্দিরের করিডর উদ্বোধনের পর থেকে দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। মন্দিরের সামনে একটি বড় রিসেপশন এলাকা তৈরি করার কথাও চিন্তা করা হয়। যেখানে দুই থেকে তিন হাজার দর্শনার্থী অপেক্ষা করার মত ব্যবস্থা করা যায়। ন্যাশনাল মনুমেন্ট অথরিটির পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এবার স্লট করে দর্শনের বন্দোবস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জগন্নাথ মন্দিরের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হতে পারে বলেও খবর। মোবাইল থেকেই পুরীর মন্দিরে পুজো দেওয়ার সময় জেনে যাবেন ভক্তরা। নিয়ম অনুযায়ী, সকাল ১০টার স্লট বুকিং করে কোন ভক্ত যদি দেখেন সেই সময় মাত্রাতিরিক্ত ভিড় তবে তাঁকে ১টার স্লট দেওয়া হবে। সবমিলিয়ে পুরীতে এখন সাজো সাজো রব।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…